নগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা মামলায় অভিযুক্ত আওয়ামী লীগের কর্মী ফারুকুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গত রবিবার সকাল ৮টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার ফারুকুল বাঁশখালী থানার ছনুয়া ইউনিয়নের আলি মিয়া সিকদার বাড়ির আব্দুল আজিজের ছেলে।
ওসি আব্দুল করিম বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তি থানায় দায়েরকৃত মামলায় অভিযুক্ত আসামি। গতকাল বিশেষ অভিযান পরিচালনার সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে।