কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক লীগের সমন্বয়ক মোস্তাকিম রাসেলের উদ্যোগে আলোচনা সভা ও অসহায় মানুষের মাঝে গত ২৪ আগস্ট রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। মোস্তাকিম রাসেলের সভাপতিত্বে এবং সাজ্জাদ হোসেন মানিক ও রায়হান হোসেন চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কোতোয়ালী থানা আওয়ামী লীগের সিনিয়র সহ–সভাপতি মশিউর রহমান রোকন।
প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ। বিশেষ অতিথি ছিলেন ৩৪নং পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীর।
আরো উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ–সভাপতি নাজমুল হোসেন শিপন, আজাদ খান অভি, দেবাশীষ আচার্য্য, আবু বক্কর, সাহাবউদ্দিন সাবু, শাহেদ, মুরাদ, শাকু, জালাল উদ্দিন পিন্টু, জাবেদ, শাওন, বাবলু দাশ, রিয়াজ, কাশেম, রাসেল, সাগর, ইমন, নাইম, আসিফ প্রমুখ। শেষে প্রায় ৫০০ প্যাকেট রান্না করা খাবার হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।