কোতোয়ালী থানা ছাত্রলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা নগরীর প্রেস ক্লাবের এস রহমান হলে অনুষ্ঠিত হয়। থানা ছাত্রলীগের সভাপতি অনিন্দ্য দেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফাহিম আল শাহরিয়ারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী।
বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, কাউন্সিলর শৈবাল দাশ সুমন, জাবেদুল আলম সুমন, মিথুন মল্লিক, ওয়াহেদ রাসেল। বক্তব্য রাখেন দেবাশীষ দস্তিদার, ইমরান শুভ, আবু তৈয়ব মিজান, মো. কামাল হোসেন, ইরফান দোভাষ, আহাদ মাহমুদ শুভ, সৌরভ বিকাশ বড়ুয়া, মোহাইমিনুল ইসলাম সামিন, তাসিফুল আলম সাজিদ, ফয়সাল ফাহিম, দ্বীপ কর্মকার, রবিন দে, আতিকুর রহমান, দুর্জয় চৌধুরী, ইস্তিব আহমেদ আকাশ, আবদুল্লাহ আল মামুন, ইশরাক দোভাষ, মিনহাজুল আবেদীন মিরাজ, স্বাগতম নন্দী, অতিন্দ্রীয় আচার্য্য প্রমুখ।প্রধান অতিথি বলেন, শেখ মুজিব মানেই বাঙ্গালির মৃত্যুঞ্জয়ী চেতনা। জাতির পিতার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। এ লক্ষ্যে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে ছাত্রলীগ নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করবে। প্রেস বিজ্ঞপ্তি।