কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের (কোডেক) ৩৫তম বার্ষিক সাধারণ সভা গত ২৩ মার্চ চট্টগ্রামের কোডেক প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কোডেকের কার্যনির্বাহী পরিষদের সভাপতি আবুল কাসেম। স্বাগত বক্তব্য রাখেন কোডেকের উপ-নির্বাহী পরিচালক কমল সেনগুপ্ত। কোডেকের নির্বাহী পরিচালক ড. খুলশীদ আলম কোডেকের সামগ্রিক অগ্রগতি ও কার্যক্রমের সম্ভাবনাময় দিকগুলো তুলে ধরেন। কোডেক কার্যক্রম উপস্থাপন করেন কার্যক্রম পরিচালক মুনির হেলাল। বক্তব্য রাখেন কোডেকের সাধারণ সম্পাদক ডা. মীর মুরতজা রেজা খান, মুহাম্মদ রিয়াজুল কবির, মধুমিতা দাশগুপ্ত, আয়শা আক্তার, মাহবুবুল ইসলাম, ডা. মো. সানাউল্লাহ, জেসমিন সুলতানা পারু, শ্যামলী মজুমদার, আবু হানিফ ও জেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ওয়াহীদুল আলম। প্রেস বিজ্ঞপ্তি।