কোটিপতি চোর থেকে স্বর্ণ কেনায় একজন গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | সোমবার , ২১ জুন, ২০২১ at ৫:১৪ পূর্বাহ্ণ

রিমান্ডে থাকা কোটিপতি চোর জাহিদ প্রকাশ খালিদ হাসান প্রকাশ ইমনের (৩৭) তথ্যমতে হাজারীগলির চোরাই স্বর্ণ ক্রয় বিক্রয়কারী মো. আলী হোসেন প্রকাশ শাওনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। উদ্ধার করেছে ৯ ভরি ওজনের গলিত স্বর্ণের বার।
কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দীন আজাদীকে জানান, গত ১৯ জুন গ্রেপ্তার করা কোটিপতি চোর ইমনকে (৩২) রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে স্বর্ণ, নগদ টাকা সহ আরো বিভিন্ন মালামাল চুরির কথা স্বীকার করে। উক্ত চোরাই স্বর্ণ হাজারী গলিস্থ খাজা জুয়েলার্স নামক দোকানে মোঃ আলী হাসান প্রকাশ শাওনের (২৩) কাছে বিক্রি করেছে বলে জানায়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১৯ জুন রাত সাড়ে আটটার দিকে খাজা জুয়েলার্সে অভিযান চালিয়ে মোঃ আলী হাসান প্রকাশ শাওনকে (২৩) গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সে আসামী মোঃ ইমনের (৩২) থেকে ৯ ভরি চোরাই স্বর্ণ ক্রয় করেছে বলে জানায়।

পূর্ববর্তী নিবন্ধমেহজাবিন ও তার স্বামীর নামে মামলা
পরবর্তী নিবন্ধএক দিনে দুই চালকের আত্মহত্যা