কয়েক কোটি টাকা অর্থ আত্মসাৎ করে দীর্ঘদিন পালিয়ে থাকা মহানগর ছাত্র শিবিরের সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ সাইফুল আলমসহ দুইজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। ধৃত অপরজন হলেন রাজধানীর ‘এনএটিই গ্রুপ’র ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেন। এর মধ্যে আনোয়ারকে গতকাল সকাল ১০টার দিকে রাজধানীর পল্টন এলাকা থেকে এবং সাইফুলকে দুপুর ১২টার দিকে রামপুরা
বনশ্রী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবির জানান, সাইফুল আলমের বিরুদ্ধে ছয়টি সাজামূলেসহ ১১টি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। আনোয়ারের বিরুদ্ধে রয়েছে ছয়টি।
কোতোয়ালী থানা সূত্রে জানা গেছে, সাইফুল নন্দনকাননের খাইরুল আনামের ছেলে। বর্তমানে রাজধানীর বনশ্রীর নিবরাস মাদ্রাসায় প্রশাসনিক কর্মকর্তা হিসেবে চাকরি করেন। নন্দনকানে তার গ্লাসের ব্যবসা ছিল। ব্যবসা করার সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য লোকজনদের কাছ থেকে কোটি টাকা ঋণ নেন। পরে টাকা পরিশোধ করতে না করে পালিয়ে যান ঢাকা। ধৃত আনোয়ার ফেনী জেলা সদরের মৃত আফজল রহমানের ছেলে। নগরের আন্দরকিল্লায় তার লাইব্রেরি ছিল। তিনি বিভিন্ন বইয়ের প্রকাশনার কাজ করতেন। প্রকাশনার কাজ করার সময় তিনি বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় দেড় কোটি টাকা নিয়ে আত্মসাৎ করেন। পরে তার বিরুদ্ধে মামলা হলে চট্টগ্রাম থেকে ঢাকা চলে যান। সেখান পুরানপল্টনের এনএটিই গ্রুপের ব্যবস্থপনা পরিচালক পদে চাকরি নেন।