কোটা বাতিল আন্দোলনে চুয়েট শিক্ষার্থীরা

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ১১ জুলাই, ২০২৪ at ৯:৫৫ পূর্বাহ্ণ

সরকারি চাকরিতে ‘বৈষম্যমূলক’ কোটা বাতিলের দাবিতে গতকাল থেকে আন্দোলনে নেমেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। গতকাল বুধবার বিকালে শিক্ষার্থীরা চট্টগ্রামকাপ্তাই সড়কে বিক্ষোভ করেছে। তারা কিছুক্ষণের জন্য সড়কে ব্যারিকেড দিয়ে রাখে।

শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ক্লাস বন্ধ থাকায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি এখন কম। অনেকেই যার যার অবস্থান থেকে বিভিন্ন স্থানে আন্দোলনে অংশগ্রহণ করেছেন। সাধারণ শিক্ষার্থী যারা ক্যাম্পাসে আছেন তাদের নিয়ে যৌক্তিক এই আন্দোলন করা হচ্ছে।

শিক্ষার্থীরা বলেন, সরকারি চাকরিতে সকল গ্রেডে বৈষম্যমূলক কোটা বাতিল করতে হবে। শুধুমাত্র অনগ্রসর জনগোষ্ঠী, আদিবাসী, নারী, প্রতিবন্ধীদের জন্য কোটা রেখে সংগতিপূর্ণ কোটা সংস্কার করে মেধাবীদের দেশ গড়ার সুযোগ করে দিতে হবে।

তামিম নামের এক শিক্ষার্থী এ প্রসঙ্গে বলেন, স্বাধীনতার এত বছর পরেও বৈষম্যমূলক কোটা রাখা সংবিধান ও মুক্তিযুদ্ধের আদর্শের পরিপন্থী। এটি মেনে নেয়ার কোনো যৌক্তিকতা নেই।

পূর্ববর্তী নিবন্ধবাহারছড়ায় শিক্ষার্থীদের মাঝে ইপসার স্কুল ব্যাগ বিতরণ
পরবর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটিতে ফল সেমিস্টারের ক্লাস শুরু ১৫ জুলাই