কোটা আন্দোলনে পুলিশের লাঠিচার্জ : চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ

চবি প্রতিনিধি | বৃহস্পতিবার , ১১ জুলাই, ২০২৪ at ৯:৩৫ অপরাহ্ণ

সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে কোটাপদ্ধতি সংস্কার করার এক দফা দাবিতে চট্টগ্রামে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করেছে পুলিশ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও অধিভুক্ত কলেজের শিক্ষার্থীদের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে নগরীর টাইগারপাস এলাকায় মহাসড়ক অবরোধ করতে গেলে পুলিশের বাধার সম্মুখীন হয় আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এর আগে দুপুর আড়াইটা থেকে চট্টগ্রাম নগরীর বটতলী রেলস্টেশনে অবস্থান করেন তারা। পরে বিকেল সাড়ে ৪টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে রেলস্টেশন থেকে টাইগারপাস মহাসড়ক অবরোধের জন্য গেলে পুলিশ তাদের পথরোধ করে। পরে শিক্ষার্থীরা মিছিল সহকারে টাইগারপাস থেকে দুই নাম্বার গেটের দিকে রওনা হয়।

এসময় পুলিশের বাঁধা উপেক্ষা করে এগিয়ে যেতে চাইলে এক পর্যায়ে পৌনে ৫টার দিকে পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাটিচার্জ করে। এতে আন্দোলনকারী শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এর প্রতিবাদে সন্ধা সাতটায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেইটে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

পুলিশের লাঠিচার্জে অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হন। এর মধ্যে একজন মেয়ে শিক্ষার্থী রাস্তায় লুটিয়ে পড়েন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এছাড়া তালাত নামে আন্দোলনের এক সমন্বয়ক একা পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে যেতে দেখা যায়।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক অবরোধ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার সন্ধা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নাম্বার গেইট এলাকায় অবস্থান নিয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক অবরোধ করে। এসময় তারা শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদের পাশাপাশি কোটা পদ্বতি সংস্কারের দাবি জানায়। প্রায় দুই ঘণ্টা অবরোধের পর রাত নয়টায় এক নম্বর গেইট ত্যাগ করে মিছিল নিয়ে ক্যাম্পাসে ফিরে যায় শিক্ষার্থীরা।

অবরোধ চলাকালীন সময়ে— ‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’, আমার বোনের রক্ত কেন, প্রশাসন জবাব চাই’, একাত্তরের পথ ধরো, বাংলা ব্লকেড সফল করো’, ব্লকেড ব্লকেড, বাংলা ব্লকেড’, ‘দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক’, ‘সংবিধানের/মুক্তিযুদ্ধের মূলকথা, সুযোগের সমতা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ,’ ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার”, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘কোটা প্রথা, বাতিল চাই বাতিল চাই’, ‘কোটা প্রথার বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাই নাই’- ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে শিক্ষার্থীদের।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আজকে এক নাম্বার গেইটে শিক্ষার্থীদের কোনো কর্মসূচি ছিল না৷ আমাদের কর্মসূচি ছিল শহরে। কিন্তু শহরে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার সময় অন্যায়ভাবে পুলিশ ছাত্রছাত্রীদের উপর হামলা করেছে। যার ফলে আমরা এর প্রতিবাদে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক অবরোধ করেছি।

পূর্ববর্তী নিবন্ধমহিলার নগ্ন ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি, পটিয়ায় স্বামী-স্ত্রী গ্রেফতার
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে নতুন ৮ ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত