কোচিং সেন্টারের সিঁড়িতে ধাক্কা, ঢাকা কলেজ-সিটি কলেজ সংঘর্ষ

| সোমবার , ২০ জানুয়ারি, ২০২৫ at ৬:২৯ পূর্বাহ্ণ

কোচিং সেন্টারের সিঁড়িতে ওঠার সময় ‘ধাক্কা লাগাকে’ কেন্দ্র করে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা আবার সংঘর্ষে জড়িয়েছেন। গতকাল রোববার দুপুর ১টার দিকে সায়েন্সল্যাব এলাকায় এ সংঘর্ষ ঘটে, যা বেশ কিছু সময় ধরে চলে।

এ সময় উভয় কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়াপাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে বলে জানিয়েছেন নিউ মার্কেট থানার ওসি মোহসিন উদ্দিন। তিনি বলেন, ওই এলাকার একটি কোচিং সেন্টারের সিঁড়িতে ওঠার সময় ধাক্কা লাগার ঘটনাকে কেন্দ্র করে দুই কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায়। পরে পুলিশ গিয়ে দুই কলেজের শিক্ষার্থীদের তাদের ক্যাম্পাসের ভেতরে পাঠিয়ে দিলে অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। তবে এ ঘটনায় কারও আহত হওয়ার কোনো তথ্য দিতে পারেননি ওসিসহ পুলিশ সদস্যরা। খবর বিডিনিউজের।

ঢাকার সায়েন্স ল্যাবরেটরি মোড়ের কাছে আধা কিলোমিটারেরও কম দূরত্বে ঢাকা কলেজ ও সিটি কলেজের ক্যাম্পাস। দুই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা প্রতি বছরই কয়েকবার করে সংঘর্ষে জড়ায় নানা কারণে। গত অক্টোবরের শেষ দিকে সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে অপসারণের দাবি তুলেছিলেন কলেজটি শিক্ষার্থীরা। ওই ঘটনা নিয়ে জটিলতার মধ্যে কলেজটি দীর্ঘ ২০ দিন বন্ধ রাখার পর ১৯ নভেম্বর থেকে একাডেমিক কার্যক্রম চালু হয়। পরদিনই ঢাকা কলেজের ১৮৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিন দুপুরে কলেজের দুটি বাস সিটি কলেজের শিক্ষার্থীরা ভাঙচুর করেন। এ ঘটনার জেরে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সেদিন সন্ধ্যা পর্যন্ত সেই মারামারি চলে, যাতে দেড় শতাধিক শিক্ষার্থী আহত হওয়ার খবর দেয় ঢাকা কলেজ। এরপর ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ও বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজের প্রতিনিধিসহ পুলিশের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়। ধানমন্ডি এলাকার এসব কলেজগুলোর ছোট ছোট সমস্যা যাতে বড় রূপ না নেয়, তা নিশ্চিত করতে এই কমিটি কাজ করবে জানানো হয়। কিন্তু এর মধ্যেই আবারও ছোট্ট এ ঘটনার জেরে সংঘর্ষে জড়াল ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা।

পূর্ববর্তী নিবন্ধব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের নীতিমালা শিথিল
পরবর্তী নিবন্ধপ্রাথমিকের শিক্ষকদের বদলির আবেদন শুরু আজ