কোচিং এর দীক্ষা নিচ্ছেন মাহমুদউল্লাহ-আশরাফুলরা

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর, ২০২৫ at ১১:০৫ পূর্বাহ্ণ

জাতীয় লিগ টিটোয়েন্টিতে চোখ রেখে কদিন ধরেই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলন করছিলেন মাহমুদউল্লাহ। দেশের সাবেক অধিনায়কে গতকাল বুধবার এই আঙিনায় দেখা গেল ভিন্ন রূপে। এ দিন তিনি ব্যাটিং ওয়ার্কশপের মনোযোগী ছাত্র। এখানে তার সঙ্গী বর্তমানসাবেক আরও বেশ কজন ক্রিকেটার ও দেশের কয়েকজন কোচ। তাদের সবারই চাওয়া, উঁচু মানের কোচ হয়ে ওঠার শক্ত ভিত গড়ে তোলা। বিসিবি সভাপতি বেশ কিছু দিন আগেই ঘোষণা দিয়েছিলেন এই ব্যাটিং কোচিং কোর্সের কথা। মিরপুরে তিন দিনব্যাপী সেই কোর্স শুরু হলো গতকাল বুধবার। যেটির কেতাবি নাম দেওয়া হয়েছে ‘রান স্কোরিং ওয়ার্কশপ। মাহমুদউল্লাহ ছাড়াও সাবেক ক্রিকেটারদের মধ্যে এই ওয়ার্কশপ করছেন জাভেদ ওমর বেলিম, মোহাম্মদ আশরাফুল, রাজিন সালেহ, আব্দুর রাজ্জাক, শাহরিয়ার নাফীস, হান্নান সরকার, নাজিম উদ্দিন, নাদিফ চৌধুরী, ফরহাদ হোসেন, তুষার ইমরান, নাসিরউদ্দিন ফারুকরা। তাদের মধ্যে আশরাফুল, রাজিন, হান্নান, ফারুকরা এর মধ্যেই কোচ হিসেবে দেশের ক্রিকেটে কাজ করছেন বেশ কিছুদিন ধরে। নাজিম উদ্দিনও চট্টগ্রামে কোচিং করানো শুরু করেছেন। দেশের কোচদের মধ্যে আছেন মিজানুর রহমান, সোহেল ইসলাম, জাহাঙ্গীর আলমের মতো পরিচিতরা। এমনকি নাঈম ইসলাম, শামসুর রহমান শুভ, ফজলে মাহমুদ রাব্বি, মার্শাল আইয়ুবের মতো যারা এখনও খেলছেন তারাও অংশ নিচ্ছেন এই কোর্সে। এই ধরনের কোর্স বিসিবির ইতিহাসে এটিই প্রথম। কোর্সটি পরিচালনা করেছেন দুই অস্ট্রেলিয়ান কোচ অ্যাশলি রস ও ইয়ান রেনশ। পাশাপাশি স্বয়ং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, যিনি লেভেল থ্রি কোচ ও আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন, তিনিও এখানে একজন প্রশিক্ষক। কোর্সের প্রথম দিন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই উদ্যোগের প্রেক্ষাপট তুলে ধরলেন বিসিবি সভাপতি। এই প্রোগ্রামটা আমরা করছি এই জন্য যে, একটা কোচিং কোর্স যখন হয়, লেভেল ওয়ান, টু, থ্রি এসব, তখন সেখানে সবকিছু শেখানো হয়। ডাক্তাররা যেমন আগে এমবিবিএস পাশ ক েএরপর স্পেশালাইজেশনের দিকে যায়। আমাদের এখানে ইমার্জিং দল আছে, অনূর্ধ্ব১৯ ও অন্য বয়সভিত্তিক দলগুলি আছে, জাতীয় দল তো আছেই। সেগুলোর জন্য কিন্তু আমাদের স্পেশালিস্ট ব্যাটিং কোচ, বোলিং কোচ, ফিল্ডিং কোচ, এগুলো তৈরি করতে হবে। এটা আমাদের প্রথম পদক্ষেপ। আমরা মনে করেছি যে, আমাদের দেশিয় বিশেষজ্ঞ কোচ তৈরি করতে হবে। সেখানে প্রথম উদ্যোগ হিসেবে ব্যাটিং কোচ দিয়ে শুরু করছি। যে দুজন লোক আমরা নিয়ে এসেছি, আমার চোখে এখানে তারা বিশ্বসেরা। প্রশিক্ষকদের একজন অ্যাশলি রস ক্রিকেট বিশ্বের অভিজ্ঞ একজন কোচ। মেলবোর্নের ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষার ডিগ্রি নিয়ে পরে তিনি কাজ করেছেন ভিক্টোরিয়া রাজ্য দলের সহকারী কোচ ও ক্রিকেট ভিক্টোরিয়ার ডিরেক্টর অব কোচিং হিসেবে। রে নিউজিল্যান্ড ক্রিকেটের হাই পারফরম্যান্স সেন্টারে কাজ করেন। সেখান থেকে নিউজিল্যান্ড জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব পালন করেন বেশ কিছুটা সময়। আরেক প্রশিক্ষক ইয়ান রেনশ কোচ ও কোচ এডুকেটর হিসেবে ক্রিকেট বিশ্বে বেশ পরিচিত নাম। ক্রিকেটের বাইরে গলফ, রাগবি, ফুটবল, বাস্কেটবল, হকি, সাইক্লিংয়ে কোচ ও কোচদের প্রশিক্ষক হিসেবে তার দীর্ঘ অভিজ্ঞতা আছে, এমনকি এনবিএ প্লেয়ার ডেভেলপমেন্ট প্রধান হিসেবেও কাজ করেছেন। কোচিং নিয়ে তার অনেক গবেষণাপত্র ও বই আছে। তার ছেলে ম্যাট রেনশ অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটার।

পূর্ববর্তী নিবন্ধজিততে হলে তিন বিভাগেই ভালো করতে হবে
পরবর্তী নিবন্ধএশিয়া কাপে বাংলাদেশের ভাল সম্ভাবনা দেখছেন বিসিবি সভাপতি