কোচ বাটলার এখন তাকিয়ে দক্ষিণ কোরিয়া ম্যাচের দিকে

এএফসি অনূর্ধ্ব-২০ উইমেন’স এশিয়ান কাপ

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ৯ আগস্ট, ২০২৫ at ১১:৩৪ পূর্বাহ্ণ

এএফসি অনূর্ধ্ব২০ উইমেন’স এশিয়ান কাপ বাছাইয়ে টানা দুটি ম্যাচ জিতেই বাংলাাদেশের হেড কোচ স্বাভাবিকভাবে আনন্দে ভাসছেন পিটার জেমস বাটলার। তিমুর লেস্তের বিপক্ষে তার দলের জয় এসেছে ৮০ গোলের ব্যবধানে। তবে সেই উচ্ছ্বাসের মধ্যেই ভাবতে বসেছেন সামনের কঠিন পরীক্ষা নিয়ে। বাংলাদেশের পরের ম্যাচের প্রতিপক্ষ যে শক্তিশালী দক্ষিণ কোরিয়া। এএফসি অনূর্ধ্ব২০ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে শুক্রবার তিমুর লেস্তেকে গুঁড়িয়ে দেওয়ার পথে হ্যাটট্রিক করেছেন তৃষ্ণা রানী সরকার। বাছাইয়ে প্রথম ম্যাচে স্বাগতিক লাওসকে ৩১ গোলে হারিয়েছিল বাংলাদেশ দল।

এইচ’ গ্রুপে সেরা হওয়ার লড়াইয়ে বাংলাদেশের মূল প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া; তিমুর লেস্তেকে যারা ৯০ গোলে উড়িয়ে বাছাই শুরু করে। রোববার কোরিয়ার মুখোমুখি হবে বাটলারের দল। তিমুর লেস্তেকে খড়কুঁটোর মতো উড়িয়ে দেওয়ার তৃপ্তি থাকলেও বাংলাদেশ কোচের ভাবনায় উঁকি দিচ্ছে পরের ম্যাচ। ‘আমি মনে করি, তিমুর লেস্তেকে আমরা উড়িয়ে দিয়েছি। যদিও শুরুর ১০ মিনিট একটু অগোছালো ছিলাম। তবে সময় গড়ানোর সাথে আমরা বেড়ে উঠেছি, আধিপত্য করেছি। পাসিংগুলো এবং বিশেষ করে সেটপিস থেকে কিছু গোল ঠিকঠাক করতে পারলাম। শান্তির শটটি সৌভাগ্যশত সরাসরি কর্নার থেকে জালে জড়াল।

আসলে, ম্যাচে আপনাকে নিজের ভাগ্য নিজেকেই গড়ে নিতে হবে। শিখাও আজ ছিল দুর্দান্ত। অসাধারণ। আমাদের দলে জায়গা পাওয়ার জন্য দারুণ প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। সাফের আসরগুলোতে আমরা দারুণ পরীক্ষা চালিয়েছিলাম, কিন্তু এটা (এএফসির টুর্নামেন্ট) পুরোপুরি অন্য পর্যায়ের প্রতিযোগিতা। এখন আমাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। আমি শুধু আশা করি, এই টুর্নামেন্ট থেকে মেয়েরা কিছু শিখবে। যখন আমরা কোরিয়ার বিপক্ষে খেলব, আমি মনে করি, ম্যাচের ফলাফল যাই হোক না কেন, ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’

এরই মধ্যে সিনিয়র টিমের এশিয়ান কাপের মূল পর্বে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। বয়সভিত্তিক প্রতিযোগিতাগুলোকে তাই শেখার মঞ্চ হিসেবে দেখতে চাওয়ার কথা একাধিকবার বলেছেন বাটলার। কোরিয়া ম্যাচ নিয়ে একই সুর এই ইংলিশ কোচের কণ্ঠে। ‘ম্যাচটা খেলার জন্য সবকিছুই আমাদের আছে। আমরা আমাদের সেরাটাই দিব। তবে, আমি স্রেফ মনে করি, কাজগুলো ঠিকঠাক করতে আমাদের কিছু বিষয় শিখতে হবে এবং আশা করি, সেটা আমরা শিখবও।’

পূর্ববর্তী নিবন্ধত্রিদেশীয় সিরিজে লিগ সেরা হয়েই ফাইনালে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধগর্ভাবস্থায় রাধিকাকে ডাক্তার দেখাতে দেননি প্রযোজক!