তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে গতকাল সকালে পাকিস্তান পৌঁছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। কিন্তু জাতীয় দলের সঙ্গে যাননি হেড কোচ লালচাঁদ রাজপুত। তাকে ছাড়াই সীমিত ওভারের দুই সিরিজ খেলবে জিম্বাবুয়ে দল। সাবেক ভারতীয় ব্যাটসম্যান লালচাঁদ রাজপুতের পাকিস্তান সফরের সকল প্রয়োজনীয় অনুমতি ছিলো। কিন্তু জিম্বাবুয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে, দলের সঙ্গে যোগ দেবেন না রাজপুত। জিম্বাবুয়েতে ভারতীয় হাই কমিশন অফিস থেকে জানানো হয়েছে কোন ভারতীয় নাগরিক পাকিস্তান সফরে যেতে পারবেনা। তাই তার নাম প্রত্যাহার করে নেওয়া হয়।