বাংলাদেশ–জিম্বাবুয়ের মধ্যকার টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের আগে গতকাল বৃহস্পতিবার জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে আসেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। কথা বলার আগেই টেবিলে থাকা কোমল পানীয় কোকাকোলার বোতল সরিয়ে দেন রাজা। গাজায় ইসরাইলের আগ্রাসনকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশে পশ্চিমা পণ্য বর্জনের হিড়িক চলছে। যার অন্যতম কোমল পানীয় ব্যান্ড কোকাকোলা। ধারণা করা হচ্ছে সেই বর্জনের অংশ হিসেবে কোকাকোলার বোতল সরিয়ে দিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক। তবে বোতল সরিয়ে দেওয়া নিয়ে কোনো কথা বলেননি রাজা।
এদিকে সাগরিকায় সংবাদ সম্মেলনে বাংলাদেশ নিয়ে নিজের মুগ্ধতার কথা জানিয়ে রাজা বলেন, ‘আমি বাংলাদেশে প্রায়ই আসি। জানি না ভবিষ্যতে কী হবে। যদি শেষবারের মতোও এসে থাকি, আমি চাই আমার স্ত্রী, মেয়ে, ছেলে তারা বাংলাদেশের ভালোবাসা, আতিথেয়তার অভিজ্ঞতা পাক।’ রাজা আরো বলেন, ‘জানি না আবারো বাংলাদেশে আসব কি না। যদি অবসরও নিয়ে ফেলি, আমি চাইব আমার পরিবারের সদস্যরা বাংলাদেশের মানুষের ভালোবাসা, আতিথেয়তার অভিজ্ঞতা অর্জন করুক। বাংলাদেশ আমাকে অনেক ভালোবাসে।’
বাংলাদেশের প্রতি মুগ্ধতার কারণ জানিয়ে রাজা বলছিলেন, ‘আমার প্রথম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ছিল বাংলাদেশে, ঢাকা প্রিমিয়ার লিগে। দ্বিতীয়টাও বাংলাদেশে, বিপিএলে। আমার অভিষেকও হয়েছিল বাংলাদেশের বিপক্ষে। বাংলাদেশ জিম্বাবুয়ের খুব ভালো বন্ধু। নিয়মিত আমাদের আমন্ত্রণ জানাচ্ছে। বাংলাদেশের বিপক্ষে খেলি বা বাংলাদেশের ঘরোয়া দলের হয়ে, আমি ভীষণভাবে কৃতজ্ঞ। আমি তিনবার বিপিএল খেলেছি, তিনবার ডিপিএল খেলেছি।’