জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়েছে চট্টগ্রাম। গতকাল চট্টগ্রাম জেলা হ্যান্ডবল দল ৫১-২৪ গোলে নারায়নগঞ্জ জেলা দলকে পরাজিত করে প্রতিযোগিতার শেষ আট নিশ্চিত করে। চট্টগ্রাম জেলা দলের পক্ষে মো. আলমগীর সর্বোচ্চ ১৪টি, সুনীল ত্রিপুরা ও দিপান আইচ ৬টি, মো. রাসেল ৫টি, আরাফাত হোসেন ও আহসান হাবিব হিমেল ৪টি, হিমু রায় ও মো. জনি ৩টি করে গোল করেন।