কো-ওয়ার্কিং স্পেস ‘একত্র’

২য় শাখা চকবাজারে

| বুধবার , ১১ মে, ২০২২ at ১০:৫৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামের দুই তরুণের উদ্যোগে ‘একত্র’ কো-ওয়ার্কিং স্পেস এর দ্বিতীয় শাখা চকবাজারে যাত্রা শুরু করেছে। অনেকজনের অনেকগুলো অফিসের সম্মিলন-ই হলো ‘একত্র’। নতুন উদ্যোক্তাদের জন্য এটি একটি মাইলফলক হিসেবে কাজ করবে। এতে রয়েছে দৈনিক, সাপ্তাহিক কিংবা মাসিক হিসেবে স্পেস ভাড়া নেওয়ার সুবিধা।
এতে তিন ক্যাটাগরির স্পেস রয়েছে- ১) প্রাইভেট ডেস্ক ২) ৪ জনের প্রাইভেট কেবিন ৩) ৬ জনের প্রাইভেট কেবিন। পাশাপাশি রয়েছে ৬-৮ জনের মিটিং রুমের ব্যবস্থা যা ব্যবহার করা যাবে ঘণ্টা, অর্ধদিন কিংবা সারাদিনব্যাপী।

এ উদ্যোগ সম্পর্কে ‘একত্র’র ফাউন্ডার শেখ মোহাম্মদ উযাইর বলেন, ব্যয়বহুল অফিস ভাড়া ও ডেকোরেশনের ঝামেলা এড়ানোই একত্র এর প্রধান উদ্দেশ্য। অফিসের অতিরিক্ত ভাড়া এবং খরচের কারণে অনেকেই তাদের কোম্পানির ডেভেলপমেন্টের উদ্যোগ নিতে পারে না।

কিন্তু একত্রে কোনো প্রকার ডিপোজিট, ইউটিলিটি বিল, সিকিউরিটি ও যেকোনো অফিস খরচ ছাড়াই ১ মাসের খরচের টাকা দিয়ে ৫৯ থেকে ৬০ মাস পর্যন্ত অফিস করতে পারেন চিন্তামুক্তভাবে। একত্র’তে থাকছে ফুল ফার্নিশড, টেবিল-চেয়ার, প্রিন্টার, ওয়াইফাই, সিকিউরিটি, প্রজেক্টরসহ আরো অনেক সুযোগ সুবিধা। তিনি আরো বলেন, যেকোনো উদ্যোক্তাই খুব সহজেই ‘একত্র’ এর মতো কো-ওয়ার্কিং স্পেস শুরু করতে পারেন। আর এটি শুরু করতে যা যা পরামর্শ প্রয়োজন সবকিছুই তা আমরা দিতে প্রস্তুত। কারণ এতে করে চট্টগ্রামের নতুন উদ্যোক্তাদের যাত্রা আরো সুগম হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআঞ্জুমান মুফিদুল ইসলামকে প্রবাসীদের আর্থিক অনুদান
পরবর্তী নিবন্ধসন্দ্বীপ উপজেলা প্রাক্তন ছাত্রলীগ নেতৃবৃন্দের মতবিনিময়