কৈয়গ্রাম সেতুর ৮০ শতাংশ কাজ শেষ

পরিদর্শনে হুইপ সামশুল

পটিয়া প্রতিনিধি | শনিবার , ১৫ জানুয়ারি, ২০২২ at ১১:৩৬ পূর্বাহ্ণ

অর্ধশত কোটি টাকা ব্যয়ে পটিয়া জিরি ইউনিয়নের শিকলবাহা নির্মাণাধীন কৈয়গ্রাম সেতুর ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। এটি চালু হলে পটিয়া-কর্ণফুলী-আনোয়ারা উপজেলার সাথে সড়ক যোগাযোগের এক সেতুবন্ধন রচিত হবে। এ সেতুর নির্মাণের ফলে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের বিকল্প পথে দূরত্ব কমবে প্রায় ১০ কি.মি.। এছাড়া এ সেতু পটিয়া বঙ্গবন্ধু সড়ক ও কর্ণফুলী উপজেলার সাথে আনোয়ারা বঙ্গবন্ধু টানেলের সাথে যুক্ত হবে। নির্মাণাধীন কৈয়গ্রাম সেতুর ২য় দফায় পশ্চিম পাড়ের বাকি কাজ চলমান। ইতিমধ্যে এ সেতুর প্রায় ৩০ শতাংশ কাজ শেষ হয়েছে। এর আগে পূর্ব পাড়ের ৫০ শতাংশ কাজ শেষ করা হয়। ৪৯ কোটি টাকা ব্যয়ে পটিয়া কৈয়গ্রাম সেতু নির্মাণ ও ভূমি অধিগ্রহণের ব্যয় ধরা হয়েছে ২২ কোটি টাকা। চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে এই কৈয়গ্রাম সেতু চালু হবে বলে হুইপ সামশুল হক চৌধুরী এমপি সেতুর কাজ পরিদর্শনে এসে আশাবাদ ব্যক্ত করেন। গত বৃহস্পতিবার বিকেলে পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের শিকলবাহা খালের ওপর নির্মাণাধীন কৈয়গ্রাম সেতুর ২য় দফায় পশ্চিম পাড়ের চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন হুইপ সামশুল হক চৌধুরী এমপি। এ সময় হুইপ বলেন, পটিয়া কৈয়গ্রাম সেতুর কাজ সম্পন্ন হলে সংযোগ সড়ক বঙ্গবন্ধু টানেল সড়কের সঙ্গে যুক্ত হবে। ফলে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের বিকল্প পথে দূরত্ব কমবে প্রায় ১০ কি.মি। পটিয়া আমজুরহাট বঙ্গবন্ধু সড়ক হয়ে কৈয়গ্রাম সেতু ও বঙ্গবন্ধু টানেল সংযোগ সড়কে যাতায়াত ব্যবস্থা সহজ হবে। ইতিমধ্যে কৈয়গ্রাম সেতুর ৮০ শতাংশ কাজ শেষ হয়েছে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) রাজীব হাসান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আমিরুজ্জামান, পটিয়া নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ দত্ত, উপ-সহকারী প্রকৌশলী অনুপম সিকদার, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে স্বাস্থ্যবিধি রক্ষায় অভিযান
পরবর্তী নিবন্ধরাগ হলে সাইফের সঙ্গে খাঁটি বাংলায় ঝগড়া করেন শর্মিলা!