কৈশোর মানেই অন্য রকম উচ্ছ্বাস

বাঁশখালীতে মতবিনিময় সভায় তানজিয়া রহমান

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৩ মার্চ, ২০২৪ at ৮:২০ পূর্বাহ্ণ

কিশোরীদের মানসিক স্বাস্থ্য বিষয়ক সমস্যা ও সমাধানে বাঁশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে সভায় মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সাইকোলজিস্ট ও সিবিটি প্র্যাকটিশনার তানজিয়া রহমান। বিশেষ অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেহেনা আকতার কাজমী। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার। এ সময় আরোও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার আব্দুল খালেক পাটোয়ারী ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকারসহ স্কুলকেলজের শিক্ষার্থীরা।

মুখ্য আলোচকের বক্তব্যে তানজিয়া রহমান বলেন, শৈশব পার হয়ে কৈশোর। কৈশোর মানেই প্রাণোচ্ছলতা, সজীবতা, অন্য রকম উচ্ছ্বাসের বয়স। ১০১৯ বছর পর্যন্ত বয়সটি হচ্ছে বয়োঃসন্ধিকাল। এই সময়ে একজন কিশোরকিশোরীর জীবনে মানসিক, শারীরিক ও আচারণগত নানাবিধ পরিবর্তন ঘটে থাকে। বাংলাদেশে প্রায় ৩ কোটি ৬০ লক্ষ কিশোর কিশোরী আছে। তাদের মানসিক রোগ হচ্ছে আবেগগত, আচরণগত বা স্নায়বিক বিকাশজনিত। এসব কিশোরদের মধ্যে প্রায় ১৮.% মানসিক রোগে ভুগছে। মানসিক বিকাশে কিশোর কিশোরীদের জন্য পুষ্টিকর খাবার, মুক্ত বাতাসে ঘুরে বেড়ানো, বিভিন্ন শারীরিক ব্যায়াম, খেলাধুলা, জীবনের জন্য প্রয়োজনীয় গল্পের বইপড়ার গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, পারিবারিক সুখস্বাচ্ছন্দ্যের উপর কিশোর কিশোরীর মানসিক বিকাশ অনেকাংশ দায়ী। তাই কিশোরকিশোরীর সঙ্গে তাদের অভিভাবকদের কাউন্সেলিং করাতে হবে। আলোচনা সভায় তিনি কিশোর কিশোরীদের মানসিক সমস্যা সংক্রান্ত নানা ধরনের প্রশ্নোত্তরও দেন।

পূর্ববর্তী নিবন্ধ১০ ব্যক্তিকে জরিমানা, অর্ধশত স্থাপনা ও হকার উচ্ছেদ
পরবর্তী নিবন্ধজাইদি ও অতি সাধারণ খেজুরের দাম বেঁধে দিলো সরকার