জানালার পাশে আকাশ নামছে আকাশের মতো করে
আমিও খুঁজছি পালানোর পথ দরজা বন্দি ঘরে।
পাখিদের ঝাঁক ওরাও দেখছি আকাশে উড়ছে এসে
থরো থরো মেঘ হাওয়ার ডানায় যাচ্ছে কোথাও ভেসে!
কতক্ষণ আর ধৈর্য ধরবো ঘরে থাকবো আটকা!
জোর পায়ে যত শক্তি ছিলো দরজায় মারি ধাক্কা।
দরজা ভাঙেনি ঘুম ভেঙে যায় আমি পড়ে যাই নিচে!
রাতভর আমি যা দেখলাম সব ছিলো কি মিছে!
সকাল সকাল ঘুম ভাঙাতে মা কেন দেয় চুম?
সারারাত ধরে এসব করলে কখন গেলাম ঘুম?