কৈবল্যধাম সমাজ কল্যাণ পরিষদের পরিচিতি সভা

আজাদী অনলাইন | রবিবার , ২৯ মে, ২০২২ at ১০:৫৬ পূর্বাহ্ণ

নগরীর আকবর শাহ থানার কৈবল্যধাম এন-ব্লক সমাজ কল্যাণ পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি ও শপথ বাক্য পাঠ অনুষ্ঠান গতকাল শনিবার অনুষ্ঠিত হয়।

সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মো. দুলাল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দীন তুহিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ৯নং উত্তর পাহাড়তলী কাউন্সিলর জহুরুল আলম জসিম। বিশেষ অতিথি ছিলেন ৯নং উত্তর পাহাড়তলী এ ইউনিট আওয়ামী লীগ সভাপতি হাকীম খন্দকার মো. হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগ আহবায়ক কমিটির সদস্য মো. জসিম উদ্দিন।

আরও বক্তব্য রাখেন জি ব্লক সমাজ কল্যাণ পরিষদের সভাপতি সাইদুর রহমান আরমান, এইচ ব্লক সভাপতি স্বপন দাশ গুপ্ত, জে ব্লক সভাপতি শফিকুর রহমান, সি ব্লক সভাপতি মো. শামিম আহামদ সুমন, নুর হোসেন, কাজী নজির আহমেদ, মো. সেলিম, বিপ্লব ভৌমিক, মো. নুরুছাফা মিলন।

১৯ সদস্যের নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি কাউন্সিলর জহুরুল আলম জসিম।

পূর্ববর্তী নিবন্ধভারতীয় ভিসা সহজ করার আহ্বান
পরবর্তী নিবন্ধব্যাপক উৎসাহ উদ্দীপনায় উত্তর জেলা যুবলীগের সম্মেলন শুরু