কেশুয়া উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ

| মঙ্গলবার , ২৭ মে, ২০২৫ at ১০:২১ পূর্বাহ্ণ

চন্দনাইশ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিব হোসেন বলেছেন, শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি শিক্ষাজীবন শেষ করে সুন্দর ভবিষ্যৎ অর্জনের লক্ষ্যে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, এ লক্ষ্যে শিক্ষার কোন বিকল্প নেই। তিনি গতকাল সোমবার চন্দনাইশ উপজেলার কেশুয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলার একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রামের সেকশন অফিসার মো. জাহেদ হোসেন। উদ্বোধক ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম উদ্দিন। বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য মাস্টার মোখলেছুর রহমান, মো. রেজাউল করিম, মো. হাসান শরীফ, মো. হাছান, মো. খাইরুজ্জামান, বরকল এস জেড উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন, অধ্যক্ষ নুরুল কবির চৌধুরী, শফিকুল ইসলাম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধবন্দর শ্রমিক দলের মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধধোপাছড়িতে প্রবাসীকে ছুরিকাঘাতের অভিযোগ