কেরাত মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে

আন্তর্জাতিক কেরাত সম্মেলন ও প্রতিযোগিতায় ডা. ফজলুল হক

| শনিবার , ৬ ডিসেম্বর, ২০২৫ at ৬:১৯ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক কেরাত সম্মেলন সংস্থা বাংলাদেশের উদ্যোগে এবং সেগুনবাগান তালিমুল কুরআন কমপ্লেক্সের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো ১৫তম আন্তর্জাতিক কেরাত সম্মেলন ও কেরাত প্রতিযোগিতা। বিশ্বজুড়ে খ্যাতিমান কারিগণ ও কোরআন প্রেমীদের মিলনমেলায় পূর্ণ হয়ে ওঠে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম০৯ আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ডা. এ কে এম ফজলুল হক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পবিত্র কুরআন আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার জন্য সর্বশেষ ও পরিপূর্ণ হিদায়াত। আর কেরাত সেই হিদায়াতের সৌন্দর্যকে মানুষের হৃদয়ে পৌঁছে দেওয়ার এক অপূর্ব মাধ্যম। তিনি আরও বলেন, কেরাত মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে, সমাজকে শান্তিসৌহার্দ্যের পথে আহ্বান জানায়। এ আন্তর্জাতিক কেরাত সম্মেলন মুসলিম উম্মাহর ঐক্য, ভ্রাতৃত্ব ও কুরআনের প্রতি ভালোবাসার বিশ্বমঞ্চ।বিশ্বের নানা দেশ থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারিগণের উপস্থিতিকে তিনি বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে বলেন, কারিগণ শুধু তিলাওয়াতই করেন না, তারা তরুণ প্রজন্মকে নৈতিকতা, আলোর পথ এবং সত্যের দিকে পথ দেখান। যে সমাজে কারিহাফেজ সম্মানিত, সে সমাজ কখনো পথ হারায় না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামেয়া দারুল মারিফের মহাপরিচালক আল্লামা ফোরকান উল্লাহ খলিল (হাজিরপুল, চান্দগাঁও, চট্টগ্রাম)। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসার মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধএসএসসি ‘৯১ চট্টগ্রাম বিভাগের পুনর্মিলনী