মার্কিন অভিনেতা কেভিন স্পেসির বিরুদ্ধে অভিযোগকারী বেনামে মামলা চালাতে পারবেন না। হার্ভি ওয়াইনস্টিন কেলেঙ্কারি এবং অভিনেতা অ্যান্টনি র্যাপকে ধর্ষণের অভিযোগের পর আবারও যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত হয়েছেন ৬১ বছর বয়সি অভিনেতা, পরিচালক ও প্রযোজক কেভিন স্পেসি। তবে অভিযোগকারী এবার বেনামে মামলা করেছেন। আর ক্ষতিপূরণ হিসেবে দাবি করছেন ৪ কোটি মার্কিন ডলার।
‘সি.ডি’ ছদ্মনামে গত বছর সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্ক রাজ্য আদালতে মামলা করেন এই অভিযোগকারী। পরে তা ফেডারেল কোর্টে স্থানান্তরিত হয়। মামলার নথিপত্র অনুযায়ী রয়টার্স জানায়, ১৯৮০ সালের দিকে অভিযোগকারী কেভিন স্পেসির নাটকের স্কুলে প্রশিক্ষণ নেওয়ার সময় যৌন হয়রানির শিকার হন। সে সময় তার বয়স ছিল ১৪ বছর। খবর বিডিনিউজের।
সোমবার মার্কিন জেলা জজ লুইস কাপলান বলেন, স্পেসির খ্যাতি বিস্তৃতি ‘সিডি’ নামে পরিচিত বাদীর পরিচয় জানার ক্ষেত্রে জনসাধারণের মাঝে বৈধ আগ্রহ সৃষ্টি করেছে। ম্যানহাটনের এই বিচারক আরও বলেন, অজ্ঞাত পরিচয়ের অভিযোগকারীর বিরুদ্ধে লড়া অভিনেতার জন্য অযৌক্তিক চাপেরও কারণ হবে। ‘সি.ডি’র অভিযোগকে গুরুত্বপূর্ণ হিসেবে আখ্যায়িত করে বিচারক আরও বলেন, যুক্তিযুক্ত কারণেই জনগণের সামনে তার অভিযোগ প্রকাশ করার প্রস্তুতি নিতে হবে। যে কারণে কাপলান ‘সি.ডি’কে নিজের পরিচয় প্রকাশ করার জন্য ১০ দিনের সময় বেঁধে দিয়েছেন। তবে বাদী ও অভিনেতার পক্ষের আইনজীবীদের কাছ থেকে এই বিষয়ে এখন পর্যন্ত কোনে সাড়া পাওয়া যায়নি।
২০১৮ সালে এক পুরুষ ম্যাসাজ থেরাপিস্টকে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত হন নেটফ্লিঙের ‘হাউজ অফ কার্ডস’ ধারাবাহিকের জন্য গোল্ডেন গ্লোব জয়ী এই অভিনেতা। তবে মামলা চলার সময় অভিযোগকারীর মৃত্যু হলে তিনি নিস্তার পান। ২০১৭ সালে মার্কিন অভিনেতা অ্যান্টনি র্যাপ প্রথম কেভিন স্পেসির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। সেটা ছিল ১৯৮৬ সালের ঘটনা। তখন র্যাপের বয়স ছিল ১৪ আর স্পেসি ২৬ বছরের তরুণ। এরপর ১৫ জন কেভিন স্পেসির বিরুদ্ধে নিজেদের যৌন হয়রানির অভিজ্ঞতা বর্ণনা করেন। এর মধ্যে কেউ কেউ নাম-পরিচয় গোপন রাখার শর্তে বলেছেন।