আন্তর্জাতিক রুটের পর এবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি অভ্যন্তরীণ ফ্লাইট যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামের উদ্দেশে উড্ডয়নের কিছুক্ষণ পর ঢাকায় ফিরে এসেছে। উড়োজাহাজটির ভেতরের কেবিনের তাপমাত্রা অত্যধিক বেড়ে যাওয়ায় সেটি ঢাকায় ফিরিয়ে আনা হয় বলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর জানিয়েছেন।
ফ্লাইটরাডার বলছে, বিমান বহরের ড্যাশ–৮ ৪০০ মডেলের উড়োজাহাজ দিয়ে পরিচালিত ফ্লাইটটি গতকাল সোমবার ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে দুপুর ২টা ৩৪ মিনিটে উড্ডয়ন করে। কিছুক্ষণ উড়ার পর ত্রুটি দেখা দেওয়ায় ২টা ৫৫ মিনিটে সেটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে। খবর বিডিনিউজের।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর বিকালে বলেন, উড্ডয়নের পর ফিরে আসা উড়োজাহাজটির যান্ত্রিক ত্রুটি ‘সারানো হয়েছে’। তিনি বলেন, সমস্যা গুরুতর ছিল না। যাত্রীরা এরই মধ্যে অনবোর্ড হয়েছেন। কিছুক্ষণের মধ্যেই এটি ঢাকা থেকে ছেড়ে যাবে। মূলত উড্ডয়নের পর উড়োজাহাজটির ভেতরের কেবিনের তাপমাত্রা অত্যধিক বেড়ে যাওয়ায় পাইলট উড়োজাহাজটি ঢাকায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন এই কর্মকর্তা। এদিকে ফ্ল্যাপে সমস্যার কারণে ইতালির রোমে আটকা পড়েছে বিমানের একটি বোয়িং ড্রিমলাইনার উড়োজাহাজ। ইতালির স্থানীয় সময় রোববার সন্ধ্যায় বোয়িং ড্রিমলাইনার উড়োজাহাজটি রোম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসার কথা থাকলেও এখন সেটি রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দরে ‘গ্রাউন্ডেড’ অবস্থায় রয়েছে।