ওড়ার পর কেবিন প্রেসারে ত্রুটির সংকেত পেয়ে এক ঘণ্টা বাদে আবার ঢাকায় শাহজালাল বিমানবন্দরে ফিরে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৌদি আরবের দাম্মামগামী একটি ফ্লাইট। গতকাল সোমবার বিকালের এ ঘটনার পর যাত্রীদের অন্য উড়োজাহাজে করে দাম্মাম পাঠানোর তথ্য দিয়েছেন বিমান বাংলাদেশের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক (অতিরিক্ত দায়ত্িবে) আল মাসুদ খান। খবর বিডিনিউজের।
ত্রুটির সংকেত দেওয়া বোয়িং ৭৭৭–ইআর উড়োজাহাজটি ফিরে আসার পর বিমানের প্রকৌশলীরা ফ্লাইটটি পরীক্ষা করে দেখেছেন, এটির সব ঠিক আছে। এ কারণে সোমবার রাতে এটি দিয়ে অন্য রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সটি। বিমান বাংলাদেশ ও বিমানবন্দরের কর্মকর্তারা বলেন, বিমানের দাম্মামগামী ফ্লাইটটি (বিজি ৩৪৯) বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে রওনা হওয়ার এক ঘণ্টা পর আবার ফিরে আসে। এই এক ঘণ্টায় উড়োজাহাজটি ঢাকা ও আশপাশের এলাকায় উড়ে জ্বালানি তেল কমিয়ে তারপরে শাহজালালে নিরাপদে অবতরণ করে। উড়োজাহাজটির যাত্রী ধারণ ক্ষমতা ৪৫০ জন। সেটি প্রায় ফুল বুকিং নিয়ে দাম্মাম যাচ্ছিল বলে জানিয়েছেন বিমানের কর্মকর্তারা।
বিমান বাংলাদেশের ব্যবস্থাপক আল মাসুদ খান বলেন, ‘উড়োজাহাজটি টেক অফের পর কেবিন প্রেসারের একটি সংকেত দেখতে পান পাইলট। এ পরিস্থিতিতে কোনো ধরনের ঝুঁকি না নিয়ে তিনি উড়োজাহাজটি ঢাকায় ফেরত আনেন।’
এর আগে গত ১৬ জুলাই রাতে ‘চাকায় ত্রুটি’ দেখা দেওয়ায় বিমানের দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা রুটের একটি বোয়িং ৭৮৭–৯ ড্রিমলাইনার উড়োজাহাজকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ‘গ্রাউন্ডেড’ করা হয়।