রাজনৈতিক সংকট উত্তরণে নির্বাচনি রোডম্যাপ ঘোষণার দাবির মধ্যে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, কেবল ভোট আয়োজনের জন্য তারা দায়িত্ব নেননি। প্রধান উপদেষ্টা ঘোষিত ভোটের সম্ভাব্য সময়সূচির কথা তুলে ধরে তিনি এও বলেছেন, উনি একটা সময় দিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে। তার একদিনও এদিক–সেদিক হওয়ার সুযোগ আমাদের পক্ষ থেকে নেই।
গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন বলে যে গুঞ্জন ছড়িয়েছে, সেই বিষয়ে পরিবেশ উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, গতকাল (বৃহস্পতিবার সকালে) উপদেষ্টা পরিষদের বৈঠকের পরে সদস্যরা অনেক্ষণ আলোচনা করেছে। আসলে আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে মোটা দাগে তিনটি দায়িত্ব আমাদের। তিনটাই কঠিন কঠিন দায়িত্ব–সংস্কার, বিচার ও ইলেকশন। শুধুমাত্র ইলেকশন করবার জন্য আমরা দায়িত্বটা নিইনি। আরও দুইটা দায়িত্ব আছে, আমরা সেগুলো পালন করতে পারছি কিনা। খবর বিডিনিউজের।
তিনি বলেন, আমরা চিন্তা করেছি আসলে আমরা পারছি কিনা। এ যে প্রতিবন্ধকতাগুলো হচ্ছে বড় দাগে তিনটা দায়িত্ব পালন করতে গিয়ে; এ প্রতিবন্ধকতাগুলোকে আমরা কীভাবে মোকাবেলা করব, আদৌ মোকাবেলা করতে পারবো কিনা। যদি মোকাবেলা করতে পারি, কীভাবে করব, যদি মোকাবেলা করতে না পারি, তাহলে আমাদের কী করণীয় হবে, আমরা সকলে মিলে চিন্তা করছি।