কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কেপিএম স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল বুধবার স্কুল মাঠে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এবং শান্তির প্রতিক পায়রা অবমুক্ত করে ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন কর্ণফুলী পেপার মিলের ব্যবস্থাপনা পরিচালক একেএম আনিসুজ্জামান। কেপিএমের জিএম (প্রশাসন) আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে উদ্বোধনী অুনষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেপিএম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আফরোজা আক্তার নূর, কেপিএমের জিএম (উৎপাদন) মইদুল ইসলাম, জিএম (হিসাব ও অর্থ) মুজিবুর রহমান, জিএম (এমটিএস) আবুল কাশেম রনি, জিএম (এফআরএম) আলী আহমদ, জিএম (বাণিজ্যিক) এনামুল হক, উৎপাদন বিভাগের কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, প্রশাসন বিভাগের কর্মকর্তা সন্তোষ কুমার দাশ, মো. নুরুল আলম, কেপিএমের প্রাক্তন কর্মকর্তা কাজী মোশাররফ হোসেন, কেপিএম সিবিএর ভারপ্রাপ্ত সভাপতি শহীদ উল্ল্যাহ এবং সিবিএর যুগ্ম সম্পাদক কাজী আবু সরোয়ার।
উদ্বোধনী অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীরা মার্চপাস্ট ও সালাম প্রদর্শন করে। প্রধান অতিথি একেএম আনিসুজ্জামান মার্চপাস্টের সালাম ও অভিবাদন গ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন এবং ডিসপ্লে প্রদর্শন করে। পরে বিভিন্ন খেলাধুলা ও পুরস্কার বিতরণের অয়োজন করা হয়। যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক আব্দুল মাবুদ ও আসমা আক্তার। ফিল্ড মার্শাল ছিলেন জয়নাল আবেদীন। অনুষ্ঠান সম্পন্ন করতে সার্বিকভাবে সহযোগিতায় ছিলেন শিক্ষক মো. রফিকুল ইসলাম, সাদ্দাম হোসেনসহ সকল শিক্ষক মন্ডলী।