কেপিএম মহিলা ক্লাবে সাংস্কৃতিক অনুষ্ঠান

কাপ্তাই প্রতিনিধি | মঙ্গলবার , ২৪ জানুয়ারি, ২০২৩ at ৫:০৪ পূর্বাহ্ণ

কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কেপিএম মহিলা ক্লাবের বার্ষিক পুরস্কার বিতরণী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এ উপলক্ষে মহিলা ক্লাবের শিল্পীরা একক ও দলীয় নৃত্য, একক ও দলীয় সঙ্গীত, আবৃত্তি ইত্যাদি পরিবেশন করেন স্থানীয় শিল্পীবৃন্দ।

সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক ঝুলন দত্ত। প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী পেপার মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী স্বপন কুমার সরকার। মহিলা ক্লাবের সভানেত্রী সরলা বালা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেপিএম উৎপাদন বিভাগের প্রধান মো. মইদুল ইসলাম। ক্লাবের ক্রীড়া সম্পাদিকা রিমু বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেপিএম হিসাব বিভাগীয় প্রধান মো. জসিম উদ্দীন, কেপিএম অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন মিয়া, কর্ণফুলী ভিউ ক্লাবের সাধারন সম্পাদক আলী আহম্মদ এবং কেপিএম মহিলা ক্লাবের সাধারণ সম্পাদক পারুল আক্তার। অনুষ্ঠানে মহিলা ক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

পূর্ববর্তী নিবন্ধওহীদুল আলম : সরব কবির নীরব প্রস্থান
পরবর্তী নিবন্ধপ্রতিবন্ধীর হ্যান্ড ক্রাচ ওয়াকিংয়ে রক্ষিত ৪৫০ পিচ ইয়াবা উদ্ধার