কেন্দ্রীয় আশ্বাসের প্রেক্ষিতে চট্টগ্রামের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা গতকাল সোমবার বিকেল পাঁচটার দিকে আমরণ অনশন প্রত্যাহার করেছেন।
এর আগে দুপুর থেকে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের জন্য বরাদ্দ ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিলসহ ছয় দফা দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আমরণ অনশন শুরু করেন তারা। তবে দাবি আদায় না হলে পুনরায় আমরণ অনশন কর্মসূচিসহ কঠোর আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে অনশনকারী শিক্ষার্থীরা বলেন, আমাদের দাবি দাওয়া নিয়ে দীর্ঘ আট মাস ধরে আমরা আন্দোলন করছি। সেই দাবির প্রেক্ষিতে আজ আমাদের আমরণ কর্মসূচি পালন করেছি। বাংলাদেশ কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমান্ড থেকে আমাদের নির্দেশনা দেওয়া হয়েছে এবং আশ্বাস দেওয়া হয়েছে; যে প্রশাসন থেকে বলা হয়েছে আমাদের দেওয়া ৩৬ ঘণ্টার আল্টিমেটামের মধ্যে তারা (প্রশাসন) আমাদের সঙ্গে বৈঠক করবেন এবং এটার একটা সুরাহা করা হবে। সেই আশ্বাসে আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছি।