কেন্দ্রের অনুরোধে আজকের স্মরণ সভায় যাবেন ৪ যুগ্ম আহ্বায়ক

বিরোধ মিটল না নগর যুবলীগের

আজাদী প্রতিবেদন | শনিবার , ২ জানুয়ারি, ২০২১ at ৫:৪৪ পূর্বাহ্ণ

২৪ ডিসেম্বর কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের উপস্থিতিতেও বৈঠকে বিরোধ মিটেনি নগর যুবলীগের। আজ শনিবার নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে নগর যুবলীগের উদ্যোগে অনুষ্ঠেয় সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান আহ্বায়কের একক সিদ্ধান্তেই হচ্ছে বলে অভিযোগ করেছেন ৪ যুগ্ম আহ্বায়ক। তবে কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের অনুরোধ এবং মহিউদ্দিন চৌধুরীর প্রতি আবেগ এবং সম্মানের জায়গা থেকে আজকের স্মরণসভায় উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন ৪ যুগ্ম আহ্বায়ক।
আজকের স্মরণসভায় প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, প্রধান বক্তা থাকবেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহ্বিুল হাসান চৌধুরী নওফেল।
মহিউদ্দিন চৌধুরীর আজকের স্মরণসভায় উপস্থিত থাকার বিষয়ে নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা আজাদীকে জানান, গত ২৪ ডিসেম্বর কেন্দ্রে (কেন্দ্রীয় যুবলীগ) আমাদের ৫ জনকে (নগর যুবলীগের আহ্বায়ক এবং ৪ যুগ্ম আহ্বায়ক) চায়ের দাওয়াত দিয়েছিলেন। ঐ বৈঠকে চট্টগ্রাম থেকে কেন্দ্রীয় কমিটিতে যারা স্থান পেয়েছেন তারাও উপস্থিত ছিলেন। তাদের সামনে আমরা সব কথা বলেছি। আমরা ৪ যুগ্ম আহ্বায়কের সাথে কোনো ধরনের আলাপ-আলোচনা ছাড়াই আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু নিজের ইচ্ছে মাফিক অনুষ্ঠান আয়োজন করে থাকেন- এ বিষয়গুলো যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল ভাইকে জানিয়েছি। তখন কেন্দ্রের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক বলেছেন, এটা ঠিক না। সবার সাথে আলাপ-আলোচনা করেই অনুষ্ঠান করার জন্য আহ্বায়ককে নির্দেশ দেন। কিন্তু চট্টগ্রামে এসে আবারো আগের মতোই নিজের ইচ্ছে মাফিক অনুষ্ঠান আয়োজন করেছেন তিনি। বিষয়টি আমরা আবারো নিখিল ভাইকে অবগত করেছি। তিনি আমাদের অনুরোধ করেছেন অনুষ্ঠানে যাওয়ার জন্য। তাই আমরা কাল (আজ) মহিউদ্দিন ভাইয়ের স্মরণসভার অনুষ্ঠানে যাব।
এদিকে নগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ আজাদীকে জানান, সবার সাথে আলাপ-আলোচনা করে অনুষ্ঠান করার কথা থাকলেও আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু তা মানছেন না। আমরা ৪ যুগ্ম আহ্বায়কের সাথে কোনো ধরনের আলাপ-আলোচনা করা হয়নি। তারপরও যেহেতু দলের সাধারণ সম্পাদক আসছেন, উনার সম্মানে আমরা যাব।

পূর্ববর্তী নিবন্ধবছরের প্রথম দিনে পারকি ফিরে পেল পুরনো রূপ
পরবর্তী নিবন্ধচসিক পাচ্ছে ৪ হাজার এলইডি বাল্ব