কেন্দ্রীয় রথযাত্রা উৎসবের প্রস্তুতি সভা

| বুধবার , ৩১ মে, ২০২৩ at ৫:৪৯ পূর্বাহ্ণ

কেন্দ্রীয় রথযাত্রা উৎসব উদ্‌যাপন কমিটির উদ্যোগে নন্দনকানন রথের পুকুর পাড়ে চট্টগ্রামের সর্বপ্রাচীন শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে প্রস্তুতি সভা গত ২৬ মে অনুষ্ঠিত হয়েছে। ঋষিধাম অধিপতি ও তুলসীধামের মোহন্ত দেবদীপ পুরী মহারাজের পৌরহিত্যে মন্দির প্রাঙ্গণে আয়োজিত সভায় তুলসীধাম ধাম পরিচালনা পরিষদ, অদ্বৈতঅচ্যুত মিশনবাংলাদেশের সকল কর্মকর্তা ও গুরু পরম্পরার শিষ্যবর্গ এবং নগরের বিভিন্ন মঠমন্দিরের রথযাত্রা উৎসব কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অ্যাড. সুজন কান্তি দে এর সঞ্চালনায় সভায় আগামী ২০ জুন রথযাত্রা সফল করতে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন অধ্যাপক প্রণব মিত্র চৌধুরী, স্থপতি প্রণত মিত্র চৌধুরী, ডা. মনোজ চৌধুরী, কেন্দ্রীয় রথযাত্রা উৎসব উদ্‌যাপন কমিটির সভাপতি রঞ্জন প্রসাদ দাশগুপ্ত, শ্যামদাশ ধর, বিধান ধর, বাঁশীরাম দে, ইন্দিরা ঘোষ, বিজয়লক্ষ্মী চৌধুরী, প্রফেসর মীনা দাশ, রিক্তা দত্ত, প্রদীপ দাশ, হরিশংকর ধর, সোনারাম ধর, হিরণ্ময় ধর, সাগর বিশ্বাস, স্বপন ধর, চন্দ্রনাথ পাল, জহরলাল দত্ত, সুধাংশু রঞ্জন দাশ, শান্তময় দাশ, আশুতোষ দেব, বরুণ হাজারী, রূপন ধর, চন্দন পাল, শিবু প্রসাদ ধর, সজল চৌধুরী, প্রণব সাহা, রূপন কুমার দে, সজল ধর, লক্ষ্মীপদ দাশ, বিষ্ণুপদ দাশ, আশীষ মিত্র, রনি সাহা, উত্তম দাশ, সুজিত হাজারী, এস প্রকাশ পাল, প্রদর্শন দেবনাথ, ডা. অপূর্ব ধর, ডা. বিবরণ দাশ, প্রবীর দাশ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়ে রবীন্দ্র-নজরুল সুকান্ত জন্মজয়ন্তী
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে এক রাতে দুই গরু চুরি