কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন উপলক্ষে গাউসিয়া কমিটির মতবিনিময় সভা

| শুক্রবার , ১১ আগস্ট, ২০২৩ at ৯:৩৫ পূর্বাহ্ণ

আগামী ১৯ আগস্ট অনুষ্ঠিতব্য গাউসিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন সফল করার লক্ষ্যে এক মতবিনিময় সভা গত বুধবার আব্দুল মালেক বুলবুলের সভাপতিত্বে মোহাম্মদপুরস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার। সভায় কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনের দিন আগত প্রতিনিধিদের সম্মেলন আসার সময় নিজ নিজ সাংগঠনিক এলাকার প্রতিবেদন পাঠ করার সুযোগ দেয়ার সিদ্ধান্ত গুৃহিত হয়। এছাড়া অতিথিদের আপ্যায়ন ও হল সাজসজ্জারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সম্মেলনে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি প্রকাশ করেছেন বলে জানানো হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাউছিয়া কমিটি কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ হোসেন, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মোহাম্মদ কাশেমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আ.লীগ নেতৃবৃন্দ
পরবর্তী নিবন্ধপেকুয়ায় পানবন্দি মানুষের মাঝে নৌবাহিনীর খাদ্য সামগ্রী প্রদান