কেন্দ্রীয় কমিটির সাথে ক্যাব চট্টগ্রামের মতবিনিময়

| শনিবার , ১৭ সেপ্টেম্বর, ২০২২ at ৫:০৩ পূর্বাহ্ণ

তৃণমূলে ভোক্তা অধিকার সুরক্ষিত করা, ভোক্তা হিসাবে সচেতন করাসহ প্রতারিত হলেই সরকারি দপ্তরে অভিযোগ করার মতো বিষয়গুলো নিশ্চিত করতে হলে ভোক্তা অধিকার আন্দোলনে সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন। ভোক্তা অধিকার নিয়ে তৃণমূল পর্যায়ে গণজাগরণ তৈরি করতে হলে ক্যাবের জেলা-উপজেলা কমিটিগুলোকে সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা প্রদানের বিকল্প নাই। গতকাল ক্যাব বিভাগীয় কার্যালয়ে ক্যাব কেন্দ্রী কমিটির সাথে ক্যাব চট্টগ্রামের অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা উপরোক্ত মতামত ব্যক্ত করেন। ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইনের সভাপতিত্বে ও ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরীর সঞ্চালনায় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্যাব কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সাজিদুল ইসলাম ও নেটওয়াকিং কমিটির সদস্য খাইরুল ইসলাম। আলোচনায় অংশ নেন ক্যাব মহানগরের সভাপতি জেসমিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু, তৌহিদুল ইসলাম, ক্যাব দক্ষিণ জেলা সদস্য সচিব এস এম শাহনেয়াজ আলী মির্জা, ক্যাব চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি আবু তাহের প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৪০০ লিটার চোলাই মদসহ ২ যুবক আটক
পরবর্তী নিবন্ধ৪০নং ওয়ার্ড আওয়ামী লীগ ক ইউনিটের ত্রি-বার্ষিক সম্মেলন