গভর্নরের পর বাংলাদেশ ব্যাংকের দুই ডেপুটি গভর্নরসহ চার শীর্ষ কর্মকর্তা পদত্যাগপত্র দিয়েছেন। এই চারজন হলেন –ডেপুটি গভর্নর কাজী ছাইদুর রহমান ও খুরশীদ আলম এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটিলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মাসুদ বিশ্বাস ও পলিসি উপদেষ্টা আবু ফরাহ নাসের।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একদল আন্দোলনকারী গতকাল সোমবার কেন্দ্রীয় ব্যাংকে এসে তাদের পদত্যাগের জন্য সময় বেঁধে দেওয়ার পর তারা পদত্যাগ করেন বলে বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান। খবর বিডিনিউজের।
ওই চারজনের মধ্যে ডেপুটি গভর্নর খুরশীদ আলমের সঙ্গে কথা বলে জানা গেছে, আমি পদত্যাগ করেছি। সরকার থেকে আমাকে নির্দেশনা দেওয়া হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তাদের অন্যতম সমন্বয়ক মহিউদ্দিন রনির নেতৃত্বে দুপুর সাড়ে ১২ দিকে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে উপস্থিত হন। কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের পদত্যাগের জন্য তারা দুপুর ১টা পর্যন্ত সময় বেঁধে দেন।
পরে আন্দোলনকারীদের ডেকে নিয়ে তাদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। সেখানে তাদের চারজনের পদত্যাগের কথা জানানো হয়। পরে মহিউদ্দিন রনি সাংবাদিকদের বলেন, দুই ডেপুটি গভর্নর পদত্যাগ করেছে। আমরা আজকে এসেছিলাম এ বিষয়টি চূড়ান্ত করার জন্য। আমরা যাচাই করেছি যে এ চারজন পদত্যাগ করেছেন। তবে বাকি দুই ডেপুটি গভর্নর নুরুন নাহার ও হাবীবুর রহমানের পদত্যাগের কোনো খবর বেলা দেড়টা পর্যন্ত আসেনি।