কেন্দ্রগুলোতে জটলা বেশি কিশোর তরুণদের

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৮ জানুয়ারি, ২০২১ at ৯:৫০ পূর্বাহ্ণ

ভোটগ্রহণ শুরু হতে তখনও অনেক সময় বাকি। কিন্তু এর আগেই কেন্দ্রগুলোর প্রবেশমুখ, এলাকার অলি-গলিসহ নানা জায়গা কিশোর ও তরুণদের একাধিক দলের জটলা দেখা যায়।
গতকাল নগরীর শুলকবহর, কাপাসগোলা, বাদুরতলা, নাসিরাবাদ, ষোলশহর, মুরাদপুর, বহদ্দারহাট, সরাইপাড়া, পাহাড়তলী, চকবাজার, মেডিকেল স্টাফ কোয়ার্টার, কাতালগঞ্জ, লালখান বাজার, পাহাড়তলী, পাঠানটুলী, আগ্রাবাদ, গোসাইলডাঙ্গা, দক্ষিণ কাট্টলী, ইপিজেডসহ বিভিন্ন এলাকার ভোট কেন্দ্রগুলোতে ছিল একই চিত্র।
এসব এলাকার বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ শুরুর পর কয়েকজনকে ভোট কেন্দ্রের ভেতরে ঢুকে অবস্থান নিতে দেখা গেছে। আবার কোনো কোনো দল ভোট কেন্দ্রের প্রবেশ মুখে দাঁড়িয়ে ভোটারদের জেরা করেছে। পরিচয় নিশ্চিত হয়ে ভোটারদের কেন্দ্রে প্রবেশের সুযোগ দিয়েছে। বিভিন্ন ভোট কেন্দ্রে কিশোরদের একটি বড় অংশ প্রার্থীর নির্বাচনী ক্যাম্পেও কাজ করেছে। এদের নেতৃত্ব দিতে দেখা যায় বড় ভাইদের।
কেন্দ্রের বাইরেও এলাকার অলি-গলি ও সড়কগুলোতে দলবদ্ধভাবে জটলা ছিল কিশোরদের। লালখান বাজারে সংঘর্ষের ঘটনায় অন্যদের সাথে কিশোরদেরও অংশ নিতে দেখা গেছে। ভোটগ্রহণের পুরো সময়ে তাদের তৎপরতা ছিল।

পূর্ববর্তী নিবন্ধবহদ্দারহাট এখলাছুর রহমান প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিলেন রেজাউল
পরবর্তী নিবন্ধআ.লীগ বিদ্রোহী প্রার্থী আটক ও কর্মীর মৃত্যুর খবরে সড়ক অবরোধ