কেন্দ্র ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিত

| সোমবার , ২৮ জুলাই, ২০২৫ at ৪:২৫ পূর্বাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ছাড়া সংগঠনটির সব কমিটির কার্যক্রম স্থগিত করা করেছে। গতকাল শনিবার রাজধানীর শাহবাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জরুরি সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানিয়েছেন সংগঠনটির সভাপতি রিফাত রশিদ। তিনি বলেন, ‘সারাদেশে আমরা দেখতে পাচ্ছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে চাঁদাবাজি, দুর্নীতি বেড়ে গিয়েছে। আমরা প্রতিজ্ঞা করেছিলাম আমরা এগুলো রুখে দেব। কিন্তু এ কমিটিগুলোতে বিভিন্ন সংগঠনের প্রভাবে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা দুর্নীতিতে লিপ্ত হয়েছেন। তাই অর্গানোগ্রামের সিদ্ধান্ত মোতাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হয়েছে।’ খবর বিডিনিউজের।

সাধারণ সম্পাদক হাসান ইনাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে সারাদেশে নানা অপকর্ম, চাদাবাজি, দুর্নীতিতে লিপ্ত হওয়ার ঘটনা ঘটছে। আমরা এসব বরদাস্ত করব না। আমরা জুলাই অভ্যুত্থানকে ধারণ করে এ সংগঠন চালিয়েছি।’

রাজধানী ঢাকার গুলশানে ’চাঁদা নিতে গিয়ে’ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার নেতাসহ পাঁচজনকে শনিবার গ্রেপ্তার করে পুলিশ। গুলশানের ঘটনার সংবাদ প্রকাশের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংবাদ সম্মেলন করে কমিটি স্থগিতের ঘোষণা দিল।

পূর্ববর্তী নিবন্ধচুয়েট পানি সম্পদ কৌশল বিভাগের শিক্ষার্থীদের ক্লাসরুম-ল্যাবে তালা
পরবর্তী নিবন্ধঅন্যের হয়ে আত্মসমর্পণ, গেলেন কারাগারে