কেনিয়ায় আদানির বিতর্কিত চুক্তি ফাঁস করে দেন যে শিক্ষার্থী

| শনিবার , ২১ ডিসেম্বর, ২০২৪ at ১১:০৪ পূর্বাহ্ণ

কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো ভারতের ধনকুবের গৌতম আদানির সঙ্গে হওয়া বিতর্কিত দুটি বড় চুক্তি বাতিল করেছেন। এর মধ্যে একটি হলো জোমো কেনিয়াট্টা আন্তর্জাতিক বিমানবন্দর সংস্কার সংক্রান্ত চুক্তি। চুক্তির খসড়া প্রস্তাব ফাঁস করে নিজ দেশ কেনিয়ায় নায়ক বনে গেছেন ব্যবসায় প্রশাসনের ছাত্র নেলসন আমেনিয়া। বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তার সরকারের চুক্তির স্বচ্ছতা নিয়ে যারা আন্দোলন করে আসছেন, তাদের কাছে আমেনিয়া এখন নায়ক। খবর বাংলানিউজের।

কেনিয়ার সামপ্রতিক ইতিহাসে বিতর্কি হাজারো এমন চুক্তি রয়েছে। দেশটিতে দুর্নীতি রোধে আইন থাকলেও দুর্নীতি থামানোই যাচ্ছে না। ৩০ বছর বয়সী আমেনিয়া ফ্রান্সে এমবিএ করছেন। তিনি গত জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি প্রস্তাবিত চুক্তির বিস্তারিত তথ্য তুলে ধরেন। তার দাবি, এটি কেনিয়া ও ভারতের বহুজাতিক প্রতিষ্ঠান আদানি গোষ্ঠীর মধ্যে একটি প্রস্তাবিত চুক্তির বিস্তারিত।

এ নিয়ে ওই চুক্তিসংশ্লিষ্ট জোমো কেনিয়াট্টা আন্তর্জাতিক বিমানবন্দর (জেকেআইএ) কর্তৃপক্ষ উদ্বেগ প্রকাশ করে। এই বিমানবন্দর কেনিয়ার মধ্যে সবচেয়ে বড়। এটি দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় পড়ে আছে। দুর্নীতিবিরোধী আন্দোলনকারী বলে পরিচিত আমেনিয়া বিবিসিকে বলেন, যখন আমি নথিগুলো পাই, প্রথমে মনে হচ্ছিল এটি অন্যান্য সাধারণ সরকারি চুক্তিইৃ আমি এর গুরুত্ব বা গভীরতা তখনো বুঝতে পারিনি। ওই নথিগুলোর তথ্য অনুযায়ী, বিমানবন্দরে আদানি গোষ্ঠীর দুই বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব ছিল। চুক্তি অনুযায়ী, আদানি ৩০ বছরের জন্য ওই বিমানবন্দর ইজারা নিয়ে নিচ্ছিল।নথিগুলো পড়তে শুরু করার পর আমেনিয়ার মনে হলো, যদি এই চুক্তি বাস্তবায়িত হয়, তবে এটি কেনিয়ার অর্থনীতিতে ক্ষতি করবে, আর এর পুরো লাভ চলে যাবে ভারতের বহুজাতিক ওই কোম্পানির হাতে। যে তথ্য তিনি পড়েছিলেন, সে অনুযায়ী চুক্তিটি তার কাছে অসন্তোষজনক মনে হয়েছিল। কারণ, এরপরও কেনিয়াকে বড় অংকের টাকা বিনিয়োগ করতে হতো, কিন্তু আর্থিক লাভ তাদের হাতে আসত না। আমেনিয়া বলেন, এই নথিগুলো আসল বা সত্য হওয়ার যথেষ্ট কারণ ছিল। কারণ, এগুলো এসেছিল সরকারি বিভাগের অত্যন্ত বিশ্বস্ত লোকেদের কাছ থেকে। আদানি গোষ্ঠী বিশ্বব্যাপী বিশেষ করে ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত, ফ্রান্স, তানজানিয়া, অস্ট্রেলিয়া ও গ্রিসের মতো দেশগুলোতে অবকাঠামো নির্মাণ, খনি ও বিদ্যুৎ প্রকল্পের সঙ্গে জড়িত। এর প্রতিষ্ঠাতা গৌতম আদানি ভারতীয় অর্থনীতির বড় খেলোয়াড়। তার আরেকটি পরিচয়ও রয়েছে। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছের লোক। চুক্তির খসড়াগুলো পড়ে আমেনিয়া বুঝতে পারেন, ওই চুক্তি বাস্তবায়িত হলে আদানি তার বিনিয়োগ ফিরে না পেলে কেনিয়াকে সেই পরিমাণ অর্থ পরিশোধের দায় নিতে হবে। তিনি অভিযোগ করেন, প্রেসিডেন্ট, বিমানবন্দর কর্তৃপক্ষের লোকজন, মন্ত্রী জনগণের আস্থার সঙ্গে প্রতারণা করেছেন।

পূর্ববর্তী নিবন্ধশ্রীলঙ্কায় শতাধিক রোহিঙ্গা উদ্ধার
পরবর্তী নিবন্ধপ্রেম করে বিয়ে, বছর পেরোতেই মরদেহ রেখে পালানোর সময় স্বামী আটক