কেডিএস এক্সেসরিজের মামলায় ঢাকার ব্যবসায়ীর কারাদণ্ড

আজাদী প্রতিবেদন | সোমবার , ২২ মে, ২০২৩ at ৭:৪৪ পূর্বাহ্ণ

কেডিএস এক্সেসরিজ লিমিটেডের মামলায় ঢাকার পল্লবী এলাকার ওয়াসিম নামের এক ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে। গত বৃহস্পতিবার চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট৬ এর বিচারক এই রায় ঘোষণা করেন। এ সময় ওয়াসিম কাঠগড়ায় উপস্থিত ছিলেন না। এ কারণে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

বাদীর আইনজীবী শহীদুল আলম রাহাত আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ব্যবসায়ী ওয়াসিম লেনি ফ্যাশন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের পরিচালক। রাজধানী ঢাকার পল্লবী থানাধীন বারিধারা ডিপ্লোমেটিক জোন এলাকায় প্রতিষ্ঠানটির অফিস রয়েছে। মূলত কেডিএস এক্সেসরিজের উৎপাদিত হেঙ্গার ক্রয় করে মূল্য পরিশোধ না করায় তার বিরুদ্ধে সিআর মামলাটি করা হয়। তিনি বলেন, মামলায় আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক তাকে এক বছরের কারাদণ্ডসহ অর্থদণ্ড দিয়েছেন।

আদালত সূত্র জানায়, ২০২১ সালের ২১ মার্চ কেডিএস এক্সেসরিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমানের পক্ষে ডেপুটি ম্যানেজার শিমুল সেন আদালতে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়, কেডিএস এক্সেসরিজ থেকে ওয়াসিম ৫ লাখ ৫২ হাজার ৮৩৩টি বিভিন্ন সাইজের হেঙ্গার ক্রয় করেন। বিপরীতে তিনি মূল্য পরিশোধ করেননি। বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। সর্বশেষ ২০২১ সালের ১৮ মার্চ ওয়াসিমের সাথে যোগাযোগ হয়। মূল্য পরিশোধের কথা বলা হলে তিনি পণ্য ক্রয়ের বিষয়টি অস্বীকার করেন। একপর্যায়ে হত্যার হুমকিও দেওয়া হয়। সব মিলে ওয়াসিমের কাছে কেডিএস এক্সেসরিজ লিমিটেডের পাওনা ১৫ লাখ ৫৭ হাজার ৩৬৫ টাকা।

পূর্ববর্তী নিবন্ধনাশকতা মামলায় যুবদলের ছয় নেতাকর্মী কারাগারে
পরবর্তী নিবন্ধযৌতুকের মামলায় কারাগারে আইনজীবী