চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে কেকেআরসি এবং এনএইচটি স্পোর্টস। গ্রুপ পর্বে টানা তিন ম্যাচে জিতে শেষ চার নিশ্চিত করে কেকেআরসি। আর দুই ম্যাচে জিতে সেমিতে জায়গা করে নিয়েছে এনএইচটি স্পোর্টস। গতকাল চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্টিত দিনের দ্বিতীয় ম্যাচে কেকেআরসি ১৫ রানে ব্রাদার্স ইউনিয়নকে পরাজিত করে টানা তিন জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। এর আগে দিনের প্রথম ম্যাচে এনএইচটি স্পোর্টস ৪ উইকেটে টুয়েন্টি ইভেন্টজ গ্রুপের কাছে হারলেও আগে টানা দুই ম্যাচে জেতায় সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে এনএইচটি স্পোর্টসের। গতকাল দিনের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামে এনএইচটি স্পোর্টস। কিন্তু ব্যাটিং ব্যর্থতায় বড় ইনিংস গড়তে পারেনি তারা। প্রথম ওভারেই উইকেট হারানো এনএইচটি নির্ধারিত ২০ ওভারে মাত্র ১১৬ রান সংগ্রহ করতে সক্ষম হয়। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন ইমরান। এছাড়া হৃদয় ১৯, সৌরভ ১৯, রিপন ১১, রতন ১৪ এবং তন্ময় করেন ১২ রান। টুয়েন্টি ইভেন্টজ গ্রুপের পক্ষে ১৮ রানে ৩টি উইকেট নিয়েছেন তাজুল । এছাড়া ২টি করে উইকেট নিয়েছেন সাজ্জাদ এবং শাহাদাত। জবাবে ব্যাট করতে নামা টুয়েন্টি ইভেন্টজ গ্রুপও শুরুটা ভাল করতে পারেনি। ২২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। তবে জিসান এবং আফ্রিদির ৪৮ রানের জুটি এবং শেষ দিকে সাদমানের ১৮ বলে ৩১ রানের ইনিংসের উপর ভর করে ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে টুয়েন্টি ইভেন্টজ গ্রুপ। দলেল পক্ষে জিসান ৪২ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন। ২৩ বলে ২০ রান করেন রুবায়েত আফ্রিদি। এনএইচটি স্পোর্টসের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন রতন এবং মনিরুল। বিজয়ী দলের তাজুল ইসলাম ম্যাচ সেরা নির্বাচিত হন। তার হাতে পুরষ্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর সরওয়ার আলম চৌধুরী মনি। দিনের দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কবলে পড়ায় মাত্র ৫ ওভার করে নির্ধারিত হয়। যেখানে টসে হেরে ব্যাট করতে নামে কেকেআরসি। মাত্র ৮ রানে দুই ওপেনারকে হারালেও তালহা জোবায়েরের ১২ বলে ৩০ রানের উপর ভর করে নির্ধারিত ৫ ওভারে ৬০ রান সংগ্রহ করে। দলেল পক্ষে ১০ বলে ১৩ রান করেন মিনহাজ। ব্রাদার্স ইউনিয়নের পক্ষে ১১ রানে ৩টি উইকেট নিয়েছেন তৌহিদ। জবাবে ব্যাট করতে নেমে ব্রাদার্স ইউনিয়ন শুরু থেকেই উইকেট হারাতে থাকে। শেষ পর্যন্ত ৪৫ রান করতে সক্ষম হয় ব্রাদার্স। দলের পক্ষে ফখরুদ্দিন ২৩ রান ছাড়া বাকি কেউই দুই অংকের ঘরে যেতে পারেনি। কেকেআরসির পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন রিফাত এবং সোহেল। বিজয়ী দলের তালহা জোবায়ের ম্যাচ সেরা নির্বাচিত হন। তার হাতে পুরষ্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর আবু শামা বিপ্লব। এদিকে ব্রাদার্স ইউনিয়ন টানা তিন পরাজয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিল।