মীরসরাইয়ের বারইয়ারহাটে কেক খাওয়ার প্রলোভন দেখিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. আবু রেদোয়ান (৫০) নামে এক রিকশা চালক আটক হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় উপজেলার বারইয়ারহাট পৌরসদরের ৩ নম্বর ওয়ার্ড মেহেদীনগর গ্রামে এ ঘটনা ঘটে।
শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গতকাল শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান জোরারগঞ্জ থানার ওসি জাহিদ হোসেন। পুলিশ ও শিশুর পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেহেদী নগর গ্রামের এক শিশু কন্যাকে কেক খাওয়ানোর প্রলোভন দেখিয়ে পাশের বাড়ির ভাড়াটিয়া রেদোয়ান রান্নাঘরের ভিতরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।
এই সময় শিশুর চিৎকারে তার মা ও অন্যান্যরা এগিয়ে আসলে রেদোয়ান পালিয়ে যায়। শিশুটিকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। ধর্ষণ চেষ্টার ঘটনায় জোরারগঞ্জ থানা পুলিশকে খবর দিলে রাতে অভিযুক্ত রেদোয়ানকে আটক করে থানায় নিয়ে আসে। পরে শিশুটির পিতা বাদী হয়ে জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
এই ব্যাপারে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেন জানান, শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় মামলা দায়ের হয়েছে। শারীরিক পরীক্ষার জন্য ভিকটিমকে চমেক হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। অভিযুক্ত আসামিকে আটক করে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।