কেক কেটে ‘সেগাফ্রেডো জেনেতি এসপ্রেসো’র প্রতিষ্ঠাবার্ষিকী

| মঙ্গলবার , ৪ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:২০ পূর্বাহ্ণ

নানা আয়োজনের মধ্য দিয়ে ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে ‘সেগাফ্রেডো জেনেতি এসপ্রেসো’। গতকাল সোমবার নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে প্রতিষ্ঠানটির শাখায় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশে সেগাফ্রেডোর একমাত্র স্বত্বাধিকারী রাইসুল উদ্দিন সৈকত সহ প্রতিষ্ঠানের কর্মকর্তাকর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান রাইসুল উদ্দিন সৈকত বলেন, আন্তর্জাতিক ব্র্যান্ড হিসাবে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের মানুষের কাছে সেগাফ্রেডো মর্যাদার প্রতীকে পরিণত হয়েছে। ইতোমধ্যে নিরাপদ খাদ্য পরিবেশনের মাধ্যমে অগণিত গ্রাহকের সন্তুষ্টি অর্জন করে বন্দরনগরী চট্টগ্রামে সাফল্যের সাথে এগিয়ে চলছে ‘সেগাফ্রেডো জেনেতি এসপ্রেসো’। গ্রাহকদের জন্য আরো উন্নত পরিবেশ ও সর্বোত্তম সেবা নিশ্চিত করতে সেগাফ্রেডো কর্তৃপক্ষের চেষ্টা অব্যাহত থাকবে। উল্লেখ্য,বর্তমানে বিশ্বের ৮০ টি দেশে ‘সেগাফ্রেডো জেনেতি এসপ্রেসো’ কফিশপের প্রায় ৫০০টির ও অধিক আউটলেটআছে। নিজস্ব চাষে উৎপাদিত এ কফি বিন ২৭ টি দেশে উৎপাদিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসৌদি রাষ্ট্রদূতের সাথে আইআইইউসি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধইউএসটিসি এফবিইএস অ্যালামনাই ফ্যামিলি নাইট