শিল্প সফরের অংশ হিসেবে সম্প্রতি কেডিএস গ্রুপের প্রতিষ্ঠান কেওয়াইসিআর কয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড পরিদর্শন করেছেন সাউদার্ন ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থীরা। মূলত ইউনিভার্সিটি থেকে অর্জিত শিক্ষাকে কিভাবে কর্মক্ষেত্রে প্রয়োগ করা যায় এ ব্যাপারে বাস্তব অভিজ্ঞতা অর্জনে সফরের আয়োজন করা হয়।
ব্যবসায় প্রশাসন বিভাগের বিবিএ ৬৮,৬৯ এবং ৭০ ব্যাচের ৪৭ জন শিক্ষার্থীর একটি দল সীতাকুণ্ডের বড় কুমিরায় অবস্থিত কেওয়াইসিআর কয়েল কারখানা পরিদর্শন করেন। এসময় কেওয়াইসিআর কয়েল কারখানায় কর্মরত কর্মকতারা শিক্ষার্থীদেরকে কারখানার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে যেমন–উৎপাদন পদ্ধতি, রক্ষণাবেক্ষণ, বিভিন্ন দিকের বর্জ্য পদার্থের প্রক্রিয়া, কার্যকর ব্যবস্থাপনা এসব বিষয়ে ধারণা দেন। পরিদর্শনের সময় শিক্ষার্থীরা কোল্ড রোল্ড স্টিলের উৎপাদন ব্যবস্থাপনা এবং বিতরণের বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক সি এম আতিকুর রহমানের পরিকল্পনা ও নেতৃত্বে আয়োজিত সফরে শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করেন কেওয়াইসিআর কয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জিএম (উৎপাদন ও অপারেশন) রঞ্জিত কুমার বড়ুয়া, হেড অব এইচআর এন্ড এডমিন সুব্রত দেব, ডেপুটি ম্যানেজার (এইচআর ও এডমিন) মো. কাইয়ুম উদ্দিন ইমরান। ব্যস্ত সময়ের মাঝেও সময় দেওয়ায় কেওয়াইসিআর সকল কর্মকর্তাদের কাছে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সাউদার্ন ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রেস বিজ্ঞপ্তি