কেএনএফের ২ সদস্যসহ ৫৫ জন আটক

বান্দরবানে যৌথবাহিনীর অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ৯ এপ্রিল, ২০২৪ at ৪:৩৮ পূর্বাহ্ণ

বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংকে ডাকাতি, অস্ত্র ও অর্থ লুটের ঘটনায় কেএনএফের দুই সদস্যসহ ৫৫ জনকে আটক করেছে যৌথবাহিনী। রুমায় যৌথবাহিনীর অভিযানে পাহাড়ে সশস্ত্র সংগঠন কেএনএফের আরও দুই সদস্যকে আটক করার তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরআইএসপিআর। গতকাল সোমবার বিকালে সংবাদ মাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর আরও জানিয়েছে, এ সময় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

আইএসপিআর সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রুমা উপজেলার বেথেল পাড়ায় সোমবার যৌথ বাহিনীর অভিযানে দুজন সক্রিয় কেএনএফ সদস্য আটক এবং সাতটি দেশি বন্দুক, ২০ রাউন্ড গুলি, ইউনিফর্ম ও বুট উদ্ধার করা হয়। এ নিয়ে কেএনএফের গ্রেপ্তার সংখ্যা দাঁড়াল তিনজনে। এর আগে রোববার সদর উপজেলা সুয়ালক ইউনিয়নেরর শ্যারন পাড়া থেকে কেএনএফের প্রধান সমন্বয়কে গ্রেপ্তারের কথা জানায় র‌্যাব।

এদিকে সকালে জেলা পুলিশের পক্ষ থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এক জিপ চালকসহ ৪ জনকে গ্রেপ্তারের খবর জানানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের থানচি উপজেলায় ব্যাংক ডাকাতির ঘটনায় জড়িত আসামি বলা হলেও কেএনএফ সদস্য হিসেবে উল্লেখ করা হয়নি। জিপ চালকের গাড়ি থানচি ব্যাংক ডাকাতির ঘটনায় ব্যবহার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অভিযানের বিষয়ে জানতে চাইলে আইএসপিআর সহকারী পরিচালক রাশেদুল আলম খান বলেন, রুমায় যৌথবাহিনীর অভিযান চলছে। যখন যে তথ্য পাওয়া যাবে তখনই বিজ্ঞপ্তির মাধ্যমে দেওয়া হবে। বিস্তারিত পরে দেওয়া হবে।

যৌথবাহিনীর অভিযানে নারীসহ আটক ৪৯ : বান্দরবান প্রতিনিধি জানান, বান্দরবানের রুমায় যৌথবাহিনীর অভিযানে রুমা ও থানচি ব্যাংকে হামলা, টাকা ও অস্ত্র লুটের সঙ্গে জড়িত থাকার সন্দেহে ১৮ নারীসহ ৪৯ জনকে আটক করেছে পুলিশ। গতকাল বিকালে উপজেলার বেথেল পাড়া থেকে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বান্দরবানের পুলিশ সুপার সৈকত শাহীন জানান, রুমা থেকে নতুন করে আটক ৪৯ জনকে সন্ধ্যা সাড়ে ৭টায় গাড়িতে করে বান্দরবান সদর থানা হেফাজতে নিয়ে আসা হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষ আদালতে পাঠানো হবে।

কেএনএফের তাণ্ডবের ঘটনায় বান্দরবান জেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের সাজোয়াযানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সক্ষমতা বাড়ানো হয়েছে। এদিকে রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলায় ব্যাংক বন্ধ থাকায় বান্দরবান জেলা সদরে সোনানী ব্যাংকের প্রধান শাখায় গ্রাহকের ভিড় করছেন। এতে করে ভোগান্তি বেড়েছে।

প্রসঙ্গত, ২ ও ৩ এপ্রিল রুমা ও থানচিতে ব্যাংক লুট এবং আইনশৃঙ্খলা বাহিনী ১৪টি অস্ত্র লুট করেছিল কেএনএফ। এ ঘটনায় এ পর্যন্ত ৮টি মামলা হয়েছে। এর মধ্যে রুমায় ৪টি ও থানচিতে ৪টি মামলা।

পূর্ববর্তী নিবন্ধকাল থেকে টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক
পরবর্তী নিবন্ধচেক প্রতারণা, জামিলের বিরুদ্ধে আবার গ্রেপ্তারি পরোয়ানা