কেএনএফকে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান

বান্দরবানে উপদেষ্টা সাখাওয়াত

বান্দরবান প্রতিনিধি | শনিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৫৪ পূর্বাহ্ণ

পাহাড়ের সশস্ত্র সংগঠন কেএনএফকে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) . এম সাখাওয়াত হোসেন বলেন, যারা বিপথে গেছেন তাদের অনুরোধ করবোযেহেতু কোনো লাভ হয়নি, আগামীতেও লাভ হবে না। আপনারা আসুন, বসে আলাপ আলোচনা করি। আপনাদের সমস্যা থাকলে সমাস্যা নিয়ে আলোচনা করে সমস্যার সমাধান করবো। কারণ এদেশ শুধু আমার নয়, এই দেশ আপনাদেরও। আপনারা এখানে যুগ যুগ ধরে বসবাস করছেন। আপনাদের কৃষ্টি কালচার সংস্কৃতি আচারব্যবহারকে সবাই সম্মান করে। এটি ছোটখাটো সমস্যা, সরকার এবং এই অঞ্চলের স্থানীয় সিনিয়র ব্যক্তিদের নিয়ে সকলে সম্মিলিতভাবে প্রচেষ্টায় সমাধানে পৌঁছাতে হবে। এই অঞ্চলের একটা ল্যান্ডপোর্ট করা যায় কিনা সম্ভাব্যতা যাচাই করে দেখা হবে যেটি রাখাইনের সঙ্গে আমাদের ভবিষ্যতে যুক্ত করবে।

গতকাল শুক্রবার দুপুরে বান্দরবান সদরে বৌদ্ধ অনাথালয় পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এসময় উপদেষ্টা আরও বলেন, এই অঞ্চলে জনগোষ্ঠীদের মধ্যে সৌহার্দপূর্ণ সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ ছিল। শান্ত পরিস্থিতি ছিল বান্দরবান জেলায়। আর সবচেয়ে বেশি সুন্দর ছিল রুমা উপজেলা। আমি আশ্চর্য হলাম হঠাৎ কেন আশান্ত হয়ে পড়লো। সম্মলিতভাবে সকলে বসে ঘটনার মূলে যেতে হবে, কারণটা খোঁজে বের করতে হবে, কেন এমনটা হলো। মূলে গিয়ে আলোচনার মাধ্যমে শান্তভাবে পরিস্থিতি সমাধান করা প্রয়োজন। এখানে দরকার এমন ব্যক্তি যারা পাহাড় সম্পর্কে জানেন, পাহাড়ের কৃষ্টি কালচার সংস্কৃতি আচার ব্যবহার পরিবেশ যাতে কোনোভাবে বিঘ্নিত না হয়।

এসময় অন্যদের মধ্যে সেনাবাহিনীর বান্দরবান ৬৯ রিজিয়নের কর্মান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, বিএনপির সিনিয়র নেতা চহ্লা প্রু জিমি, বান্দরবান বৌদ্ধ অনাথালয়ের সভাপতি পঞানন্দ মহাথের, সমাজ সেবা বিভাগের উপ পরিচালক মিলটন মহুরীসহ সরকারি বিভিন্ন দফতরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে বান্দরবান সফরকালে সড়ক পথে নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনালের সাখাওয়াত হোসেন সকালে বান্দরবান সদরের বৌদ্ধ অনাথালয় পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। এসময় বৌদ্ধ অনাথালয় প্রাঙ্গণে একটি চারাও রোপণ করেন উপদেষ্টা।

পূর্ববর্তী নিবন্ধডিসি পার্ক ইস্যুতে কর্মবিরতি প্রত্যাহার প্রাইম মুভার ও ট্রেইলর চলাচল শুরু
পরবর্তী নিবন্ধতামিমকে বিদায় জানাল বিসিবি