আনোয়ারায় কোরিয়ান ইপিজেডের উদ্যোগে ইয়ংওয়ান কর্পোরেশনের স্বেচ্ছাসেবীদের পরিচালনায় মাসব্যাপী সামাজিক পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। গত সোমবার কোরিয়ান ইপিজেডের পুরাতন হাসপাতাল সংলগ্ন উত্তর বন্দর এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন কোরিয়ান ইপিজেড এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেইপিজেডের মহা–ব্যবস্থাপক মোক্তার হোসেন, উপ মহা–ব্যবস্থাপক মুশফিকুর রহমান, জহুর আলম চৌধুরী, সিনিয়র ব্যবস্থাপক মোবারক হোসেন, সহকারী ব্যবস্থাপক সৈয়দ হোসেন, মাঈনুল আহসান আলী, অফিসার মো. সেলিম চৌধুরী, স্থানীয় ইউপি সদস্য রুমি আক্তারসহ ইয়ংওয়ান এবং কেইপিজেডের কর্মকর্তা কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় ইয়ংওয়ানের স্বেচ্ছাসেবী দলের ১৩০ জন পরিচ্ছন্নকর্মী পরিচ্ছন্নতা কাজে অংশ নেন।
উদ্বোধনকালে কেইপিজেড এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান বলেন, কোরিয়ান ইপিজেড প্রতিষ্ঠালগ্ন থেকেই সামাজিক সুরক্ষা কর্মসূচির মাধ্যমে কেইপিজেড এর চারপাশের সকল গ্রামে বসবাসকারী সাধারণ মানুষের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করতে নানান কর্মসূচি পালন করে আসছে।
তারই ধারাবাহিকতায় ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী পরিষ্কার–পরিচ্ছন্নতা কর্সূচির অংশ হিসেবে বন্দর, গুয়াপঞ্চক, বৈরাগ, বদুলপুরা, বড়উঠানসহ বিভিন্ন গ্রামে পরিচ্ছন্নতা কর্মসূচি অভিযান চলমান থাকবে। এক্ষেত্রে তিনি স্থানীয়দের সহযোগিতা কামনা করেন। এবং ভবিষ্যতে স্থানীয়দের যেকোনো সামাজিক সুরক্ষা কর্মসূচিতে কেইপিজেড সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।