কেইপিজেডে ১৮০ কোটি টাকা বিনিয়োগে নতুন কারখানা

আনোয়ারা প্রতিনিধি | রবিবার , ৪ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৩৭ পূর্বাহ্ণ

আনোয়ারা কোরিয়ান ইপিজেডে (কেইপিজেড) প্রায় ১৮০ কোটি টাকা বিনিয়োগ লক্ষ্যমাত্রায় যাত্রা শুরু করল বিশ্বের অন্যতম সুতা উৎপাদনকারী আমেরিকান এন্ড ইফার্ড বাংলাদেশ লিমিটেড। আগামী বছর এপ্রিল নাগাদ উৎপাদন শুরুর টার্গেট নিয়ে ইতোমধ্যে প্রস্তুতি চলছে। এতে কর্মসংস্থান হবে আরো অন্তত ৫০০ জনের।
গতকাল শনিবার দুপুরে ইয়ং ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কিহাক সাং এর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন কোরিয়ান ইপিজেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাজাহান, ইয়ং ওয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ শাহিনুর রহমান, উপ-মহাব্যবস্থাপক মো. মুশফিকুর রহমান, প্রকৌশলী দিলীপ কুমার, আমেরিকান এন্ড ইফার্ড বাংলাদেশের পক্ষে ছিলেন লুৎফুর পারভেজ, সাঈদ আরিফিন, আনোয়ারুল আলম প্রমুখ।
কেইপিজেডের উপ-মহাব্যবস্থাপক মো. মুশফিকুর রহমান জানান, বর্তমানে এখানকার ৪০টি শিল্প কারখানায় ৩০ হাজার শ্রমিক কাজ করছেন। নতুন উদ্বোধন হওয়া কারখানায় আরো ৫০০ লোকের কর্মসংস্থান হবে। নতুন উদ্বোধন হওয়া আমেরিকান এন্ড ইফার্ড বাংলাদেশ লিমিটেডে বিনিয়োগ হবে ২০ মিলিয়ন ডলার। এখান থেকে বাৎসরিক রপ্তানি হবে ৩০ মিলিয়ন ডলারের বেশি।

পূর্ববর্তী নিবন্ধওয়ারীতে দুর্বৃত্তদের কোপে যুবলীগ নেতার কবজি বিচ্ছিন্ন
পরবর্তী নিবন্ধশহীদ বশরুজ্জামান উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ