কেইপিজেডে আজ আসছেন অর্ধশতাধিক বিদেশি বিনিয়োগকারী

বিনিয়োগ ও শিল্প সম্ভাবনা যাচাই

এম নুরুল ইসলাম, আনোয়ারা | সোমবার , ৭ এপ্রিল, ২০২৫ at ১১:০১ পূর্বাহ্ণ

কর্ণফুলীর দক্ষিণ তীরে আনোয়ারায় কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোনে (কেইপিজেড) বিনিয়োগ ও শিল্প সম্ভাবনা যাচাইয়ে আজ সোমবার পরিদর্শনে আসছেন অর্ধশতাধিক বিদেশি বিনিয়োগকারী। জানা গেছে, এদের বেশিরভাগই উদ্যোক্তা ও শিল্পকারখানা স্থাপনে প্লট খুঁজছেন এমন শীর্ষ ব্যবসায়ী। সকালে চট্টগ্রাম বিমানবন্দরে নেমে টানেল হয়ে তারা কেইপিজেড পৌঁছবেন। তাদের মীরসরাই ইকোনমিক জোন পরিদর্শনেরও কথা রয়েছে।

আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের এই সফর বিশেষ গুরুত্ব পাচ্ছে। সম্মেলনে ৫৫০ জনের বেশি বিদেশি বিনিয়োগকারী অংশ নিচ্ছেন বলে জানা গেছে। সবচেয়ে বেশি বিনিয়োগকারী আসছেন চীন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, সিংগাপুর, জাপান ও কোরিয়া থেকে। জানা যায়, দক্ষিণ কোরিয়ার ২৬ সদস্যের একটি প্রতিনিধিদলসহ ৬০ জন বিদেশি বিনিয়োগকারীর দল কেইপিজেড পরিদর্শন করবেন। এ উপলক্ষে ইকোনমিক জোনকে সাজানো হয়েছে। তারা কেইপিজেডের শিল্পকারখানা, আইটি জোনসহ বিভিন্ন শিল্প প্লট ঘুরে দেখবেন। পরে তারা মীরসরাই স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শন শেষে রাতে ঢাকা ফিরে যাবেন। কেইপিজেডের একটি সূত্র জানায়, যারা আসছেন তারা সবাই উদ্যোক্তা। তারা মূলত কারখানা স্থাপনের সম্ভাব্যতা দেখতে আসছেন। তাদের শিল্প স্থাপনের জন্য জমি দরকার। তাদের জন্য কী ধরনের অবকাঠামো লাগবে, সাপোর্ট সিস্টেম কী হবে সেটাও দেখবেন।

কোরিয়ান বিনিয়োগে প্রতিষ্ঠিত কেইপিজেডে বর্তমানে ৩৭টি শিল্প কারখানা চালু হয়েছে। চালুর অপেক্ষায় আছে আরো ১৭টি কারখানা। কাজ করছে প্রায় ৩৫ হাজার শ্রমিক। এছাড়া এখানকার ১০০ একর জমি হাইটেক পার্ক চালুর জন্য প্রস্তুত করা হয়েছে। ওখানে ২০ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ রয়েছে। ইতোমধ্যে কোরিয়ান ইপিজেডের চেয়ারম্যান ও সিইও কিহাক সাং কেইপিজেড শিল্পজোনকে বিশ্বের মডেল পরিবেশবান্ধব শিল্পজোন করার ঘোষণা দিয়ে বলেছেন, একটি অনুর্বর, জনশূন্য জমিতে প্রতিষ্ঠিত হয়েছিল কেইপিজেড। যেখানে বলতে গেলে কোনো গাছপালা বা জলাশয় ছিল না। বর্তমানে কেইপিজেড শিল্পজোনে ৩৫ হাজারের বেশি লোকের কর্মসংস্থান হয়েছে। বিভিন্ন প্রজাতির ৩০ লক্ষ গাছ লাগানো হয়েছে। এ কার্যক্রম চলমান রয়েছে। তাছাড়া পঞ্চাশ একর জমিতে বোটানিক্যাল গার্ডেন করা হয়েছে, যেখানে বিলুপ্ত প্রজাতিসহ ৪৭৫ প্রজাতির গাছসহ এক লক্ষ গাছের চারা রোপণ করা হয়েছে। একইসাথে ৫২টির বেশি কৃত্রিম হ্রদ এবং জলাশয় তৈরি করা হয়েছে। ফলে এলাকাটি দূষণমুক্ত সবুজ শিল্পপার্কে পরিণত হয়েছে। প্রকৃতির সাথে ভারসাম্য রেখে ৪৮% ভূমিতে শিল্পায়নের কাজ চলমান আছে। সেই সাথে এ শিল্পজোনের চারপাশে বসবাসরত বিশাল জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নে প্রকল্প বাস্তবায়ন, শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য এবং পরিচ্ছন্নতাকে অগ্রাধিকার দিয়ে সামাজিক সুরক্ষায় কাজ করছে কেইপিজেড।

এছাড়া কেইপিজেডে কর্মরত শ্রমিককর্মচারী, তাদের পরিবারের সাড়ে ৩ লাখ মানুষের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য ১০০ শয্যার কেইপিজেড ইয়ং ওয়ানট্রাস্ট হাসপাতাল গত ২৫ জানুয়ারি উদ্বোধন করা হয়। কেইপিজেডের জমিতে নির্মিত এই হাসপাতালটি পাইলট প্রকল্প হিসাবে চালু করা হয়েছে। তাছাড়া সর্বসাধারণের জন্য ৫০০ শয্যার আরো একটি হাসপাতাল বাস্তবায়নাধীন রয়েছে।

কেইপিজেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী কর্নেল (অব.) মো. শাহজাহান জানান, আজ সোমবার সকাল ৮টায় শাহ আমানত বিমানবন্দরে নেমে টানেল হয়ে কেইপিজেড শিল্পজোনে দেশিবিদেশি বিনিয়োগকারী ও বাংলাদেশ বিনিয়োগ বোর্ডসহ সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের কর্মকর্তারা পরিদর্শন করবেন। তারা কেইপিজেডের বিনিয়োগের পরিবেশসহ এই প্রকল্পের শিল্প কারখানা, আইটি জোনসহ পুরো প্রকল্প ঘুরে দেখবেন। দুপুরে কেইপিজেড কনফারেন্স রুমে বিনিয়োগকারী ও বিনিয়োগ বোর্ডের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা আলোচনায় অংশ নেবেন। এরপর নানা আনুষ্ঠানিকতা সেরে কেপিজেড ত্যাগ করবেন।

আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোছাইন মুহাম্মদ বলেন, প্রতিনিধিদল ও বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা কেইপিজেড পরিদর্শনে আসছেন। এ সংক্রান্ত সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধভারতকে ওয়াকফ আইন পুনর্বিবেচনার আহ্বান বিএনপির
পরবর্তী নিবন্ধ৭৮৬