হ্যারি কেইন নকআউট পর্বের দুই ম্যাচেই গোল করেছেন। ২৫ বছর পর ইংল্যান্ডের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে ওঠায় রেখেছেন দারুণ ভূমিকা। ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেইনের সামর্থ্য নিয়ে কোনো সংশয় নেই আন্দ্রেয়াস স্ক্রাস্তেনসেন। তবে ডেনিশ এই ডিফেন্ডার আস্থা রাখছেন নিজেদের রক্ষণভাগের ওপর। আত্মবিশ্বাসী কণ্ঠে বললেন, কেইনকে আটকাতে পারবেন তারা। ইংল্যান্ডের সামনে প্রথমবারের মতো ইউরোর ফাইনালে ওঠার হাতছানি। প্রায় তিন দশক পর ফাইনালে ওঠার সুযোগ ডেনমার্কের সামনেও। গ্রুপ পর্বের গোল খরা কাটিয়ে নকআউট পর্ব শুরু হতেই নিজেকে মেলে ধরেছেন কেইন। এরই মধ্যে তিন গোল করেছেন তিনি। কেইনের বিপক্ষে খেলার অভিজ্ঞতা আছে চেলসিতে খেলা স্ক্রাস্তেনসেনের। ফলে ইংল্যান্ডের নাম্বার নাইন সম্পর্কে ভালো ধারণা আছে ডেনিশদের। ‘আমরা তার মান জানি এবং তাকে আটকাতে কি করতে হবে, সে বিষয়ে সবার ধারণা আছে। পিয়ের-এমিল হয়বিয়ারও কেইনকে জানে। কেইনের ব্যাপারে কিছু বিষয় সে আমাদের সঙ্গে ভাগাভাগি করতে পারে। সব ফুটবলারের নিজস্ব কিছু বিষয় আছে এবং আমাদের অবশ্যই সেগুলোর সুযোগ নিতে হবে।’ ‘ফুটবলে কেইন সেরা ফিনিশারদের একজন সে দীর্ঘকায়, শারীরিকভাবে তার সঙ্গে পেরে ওঠা কঠিন। তাছাড়া সে বল পায়েও ভালো। এ কারণে তার খুব কাছাকাছি যাওয়া উচিত হবে না।’
দল হিসেবে ইংল্যান্ডকে খুব একটা এগিয়ে রাখার পক্ষে নন স্ক্রাস্তেনসেন। ‘আমার মতে, যে কারো বিপক্ষে খেলার সাহস আছে আমাদের। দল হিসেবে তারা আমাদের চেয়ে খুব বেশি ভালো দল, এমনটা আমি বলব না।’