কেঁওচিয়া সমিতি চট্টগ্রামের নবগঠিত কার্যনির্বাহী পরিষদ, উপদেষ্টা ও পৃষ্ঠপোষক পরিষদের পরিচিতি ও মতবিনিময় সভা সম্প্রতি নগরীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। অধ্যাপক এম এ জাহের চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মিজানুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা নেজাম উদ্দিন, আহমদ হোছাইন, এ জি এম শাহজাহান, ডা. খোরশেদ আনোয়ার, অধ্যাপক আবদুল গণি, মাঈন উদ্দিন, ফারুক আজম, নাজিম উদ্দীন,শাহাদাত হোসেন, এস.কে সালাহউদ্দিন, রবিউল হাসান খোকন প্রমুখ।
বক্তারা কেঁওচিয়ার পিছিয়ে পড়া জনগণ, দরিদ্র মেধাবী শিক্ষার্থীসহ সর্বোপরি কেঁওচিয়াবাসীর ভাগ্যোন্নয়নে সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এবং সকল প্রকার সামাজিক ও মানবিক কাজে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার ব্যপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরে অধ্যাপক এম এ জাহের চৌধুরীকে সভাপতি, অ্যাডভোকেট মো. মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক ও আবদুল মোমেন রাশেদকে অর্থ সম্পাদক করে ৩৩ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।