নগরীর ১৭নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক মোহাম্মদ শহিদুল আলমের নির্দেশনায় গত ৬ মে কে.বি আমান আলী রোডস্থ তাজউদ্দিন শাহ (র.) মাজার সংলগ্ন আশেপাশের বাসা-বাড়ি, অজিউল্লাহ মাস্টার বাড়ি, এয়াকুব আলী বলির বাড়ি, আব্দুল আজিজ ডি এস পি বাড়ি ও মোস্তফাবাগ আবাসিক এলাকায় মশক নিধন অভিযান চালানো হয়। কাউন্সিলর শহীদুল আলম বলেন, খাল নালা পরিস্কার থাকলে মশার প্রজনন বৃদ্ধি পাবে না। তিনি এলাকাবসীকে নালা খালে ময়লা আবর্জনা ও গৃহস্থালি বর্জ্য ফেলা থেকে বিরত থাকার অনুরোধ জানান। প্রেস বিজ্ঞপ্তি।