কে ডি প্রভাতী অভ্যন্তরীণ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে পদ্মা নামীয় দল। গতকাল রাউন্ড রবীন লিগের শেষ খেলায় তারা ১–০ গোলে কর্ণফুলী নামীয় দলকে হারিয়ে এ কৃতিত্ব অর্জন করে। পদ্মা দল ৩ খেলায় সর্বোচ্চ ৭ পয়েন্ট পেয়েছে। একমাত্র জয়সূচক গোলটি করেন মিঠুন। তিনি সেরা খেলোয়াড় মনোনিত হন। এদিকে খেলায় পরাজিত হলেও মেঘনা দলের সাথে পয়েন্ট ও গোল গড় সমান হওয়ায়, ‘হেড টু হেড’ জয়ী থাকায় সেমিফাইনালে জায়গা করে নেয় কর্ণফুলী নামীয় দল। তারা আজ সেমিফাইনালে যমুনা দলের সাথে মোকাবেলা করবে। যমুনা দল ৩ খেলায় ৫ পয়েন্ট এবং অন্যদিকে কর্ণফুলী ও মেঘনা দল ৩ খেলায় ৩ পয়েন্ট করে লাভ করে। খেলা শেষে মিঠুনের হাতে সেরা খেলোয়াড়ের পুরস্কার তুলে দেন সাংবাদিক ও চট্টগ্রাম আবাহনী ক্রীড়া চক্রের সাবেক অধিনায়ক দেবাশীষ বড়ুয়া দেবু। এ সময় ক্লাবের সভাপতি অসীম বড়ুয়া অপু, সহ–সভাপতি তাপস চক্রবর্ত্তী ও বিজয় বড়ুয়া বাপ্পা, সাধারণ সম্পাদক সুধীর দে–সহ ক্লাব কর্মকর্তা, কৃষাণু বড়ুয়া, নেপাল বড়ুয়া, হাসান, জাবেদ, পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন। খেলাটি পরিচালনা করেন রাসেল ভান্ডারী।










